৬ ফেব্রুয়ারি ২০১৯, এই দিনটা আর মনে রাখতে চাইবে না টিম ইন্ডিয়া ও তার সমর্থকরা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের সবচেয়ে লজ্জাজনক দিনের সাক্ষী থাকল নিউজিল্যান্ডের ওয়েস্টপ্যাক স্টেডিয়াম। বুধবার টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয় স্বীকার করল নীল জার্সিধারীরা। নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরে ও সিরিজে ১-০ পিছিয়ে গেলেন রোহিত শর্মা অ্যান্ড কোং।
![]()
এদিন ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের দিশাহীন করে দেন কিউয়ি ব্যাটসম্যানরা। কলিন মানরো ও টিম সাইফার্টের ওপেনিং জুটিতেই ৮.২ ওভারে ৮৬ রান তুলে ফেলেছিল। ৪৩ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসে সাইফার্ট একাই শেষ করে দেন ভারতীয় বোলারদের। ধ্বংসাত্মক ভূমকিায় মানরো (৩৪) ও উইলিয়ামসনও (৩৪) যথার্থ। নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ছ উইকেট হারিয়ে ২১৯ রানে থামে। এর আগে এই মাঠ এত রান দেখেনি। এই রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৩৯ রানে। দলের সর্বোচ্চ স্কোর করেন এমএস ধোনি (৩১ বলে ৩৯)।
আরও পড়ুন: সিরিজ জিতেই দেশে ফিরতে চায় ভারত, পন্থকে দলের সম্পদ বললেন ধাওয়ান
টি-২০ ফর্ম্যাটে ভারতের ইতিহাস বলছে, সবচয়ে বেশি রান হজম করার ক্ষেত্রে এটা তিন নম্বরে থাকবে। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ২৪৫ তুলেছিল। তারও আগে ২০১২-তে দক্ষিণ আফ্রিকা চার উইকেট হারিয়ে ২১৯ তুলেছিল ভারতের বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে সবচেয়ে বেশি বেগ দিয়েছে ব্ল্যাকক্যাপস। কুড়ি-কুড়ির ক্রিকেটে ভারত-নিউজিল্যান্ড আটবার মুখোমুখি হয়েছে। ভারতের জয়ের হার ২৫ শতাংশ। এই ফর্ম্যাটে অনান্য দলের তুলনায় যা সর্বনিম্ন। সবদিক থেকে বিচার করে দেখা যাচ্ছে যে, রান তাড়া করতে নেমে ভারত ১৭বার হেরেছে। প্রথমে ব্যাট করে হারতে হয়েছে ২১ বার। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া ১১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৬৯ বার জিতেছে, ৩৮ বার হেরেছে। টাই হয়েছে মাত্র একবার।
দেখে নেওয়া যাক সবচেয়ে বড় ব্যবধানে হারা ভারতের ১০টি ম্য়াচের পরিসংখ্যান:
১) ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ রানে হার
২) ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে হার
৩) ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে হার
৪) ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে হার
৫) ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ রানে হার
৬) ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯ রানে হার
৭) ২০১০ সালে উইন্ডিজের বিরুদ্ধে ১৪ রানে হার
৮) ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রানে হার
৯) ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ রানে হার।
১০) ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ রানে হার।