Bomb Threat in RR vs PBKS Match: কাটেনি বিপদ, আসছে বোমাতঙ্কের হুমকি! আঁটসাঁট নিরাপত্তায় শুরু রাজস্থান-পঞ্জাব ম্য়াচ

RR vs PBKS: শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। রবিবার (১৮ মে) দিনের প্রথম ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

RR vs PBKS: শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। রবিবার (১৮ মে) দিনের প্রথম ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson and Shreyas Iyer

সঞ্জু স্যামসন এবং শ্রেয়স আইয়ার Photograph: (Twitter- IPL)

IPL 2025: রবিবার (১৮ মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫৯ নম্বর ম্য়াচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং পঞ্জাব কিংস (Punjab Kings) খেলতে নেমেছে। এই ম্য়াচে নিরাপত্তার কড়া ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। কারণ বেশ কয়েকবার এই স্টেডিয়াম বোমা (Bomb Threat IPL) মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর সেকারণেই পুলিশ এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। স্টেডিয়ামে ঢোকার আগে সমর্থকদের আপাদমস্তক চেকিং করা হচ্ছে। তারপরই দেওয়া হচ্ছে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি। শোনা যাচ্ছে, এই ম্য়াচের জন্য নাকি এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

Advertisment

Sports News Today Live: ফের আইপিএল ম্য়াচে বোমাতঙ্কের ছায়া!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামে বাইরে এবং ভিতরে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাখা হয়েছে। নিরাপত্তায় যেন কোনও আঁচ না পড়ে, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি দর্শকদের কাছেও বিনীত অনুরোধ করা হয়েছে, যদি কোথাও কোনও সন্দেহজনক বস্তু চোখে পড়ে, তাহলে তৎক্ষনাৎ যেন পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisment

DC vs GT IPL 2025: প্রবল ঝড়বৃষ্টিতে ধুয়ে যাবে আরেকটা ম্যাচ! কেমন থাকবে DC vs GT ম্যাচের ওয়েদার?

ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছে হুমকি

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটাই প্রথমবার নয় যে জয়পুরের মানসিংহ স্টেডিয়ামকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ইতিপূর্বে, গত ৮ মে, ১২ মে এবং ১৩ মে এই একই হুমকি এসেছিল। প্রসঙ্গত, গত ৮ মে অপারেশন সিন্দুরের বদলা নিতেই স্টেডিয়ামে ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। অন্যদিকে, গত ১৩ মে পাঠানো একটি ইমেলে হায়দরাবাদের এক শারীরিক নির্যাতিতার ন্যায় বিচার চাওয়া হয়েছিল।

Indian Jawans: 'ওদের জন্যই প্রাণে বেঁচেছি...', সেনাবাহিনীকে কুর্নিশ দিল্লির তারকা অলরাউন্ডারের

 এর পাশাপাশি গত ৯ মে জয়পুরের মেট্রো স্টেশনও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেইসময় জয়পুরের মেট্রো আইডিতে একটি ইমেল এসেছিল। সেখানে উল্লেখ করা হয়, অপারেশন সিন্দুরের বদলা নিতেই মেট্রো স্টেশনকে নিশানা করা হচ্ছে। যদিও পুলিশের তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইতিপূর্বে, গত ২০ ফেব্রুয়ারি এসএমএস মেডিকেল কলেজও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল।

Rajasthan Royals Punjab Kings IPL 2025 Bomb Threat