Advertisment

CSK vs LSG, IPL 2024 Highlights: স্টোইনিস ঝড়ে তছনছ চেন্নাই! ধোনিদের হারে খলনায়ক সেই মুস্তাফিজুর

Chennai Super Kings vs Lucknow Super Giants Full Match Report: রুতুরাজ গায়কোয়াড় ৬০ বলে ১০৮ রানে অপরাজিত থেকে যান। তিনি ১২টি চার এবং ৩টি ছয় মারেন। টস হেরে প্রথমে ব্যাটিং করে চেন্নাই ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান তুলেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings vs Lucknow Super Giants Full Match Report, CSK vs LSG Match Highlights, Indian Premier League 2024

Chennai Super Kings vs Lucknow Super Giants IPL 39th Match Highlights: আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে জয়ের পর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মার্কাস স্টোইনিস। (ছবি- টুইটার)

Chennai Super Kings vs Lucknow Super Giants IPL 39th Match Highlights: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে আট উইকেটে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। তারপর মঙ্গলবার ফের মুখোমুখি হয়েছিল দুই দল। চেন্নাইয়ের মাঠেও লখনউ জয়ী হল। ৬ উইকেটে হারাল চেন্নাইকে। মার্কাস স্টোইনিস ৬৩ বলে ১৩টি চার এবং ৬টি ছয় সহযোগে অপরাজিত ১২৪ রান করেন। দীপক হুডা ৬ বলে ২টি চার এবং ১টি ছয় সহযোগে করেন অপরাজিত ১৭ রান। চেন্নাইয়ের পরাজয়ের প্রধান কারণ, তাদের নির্ভরযোগ্য পেসার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে মাত্র চার রান দেওয়া মুস্তাফিজুর বাকি তিন ওভারে রানের বন্যা বইয়ে দেন। ৩ ওভার ৩ বলে তিনি দিয়েছেন ৫১ রান। পাশাপাশি, জোড়া বাউন্ডারি মিস করেছেন দীপক চাহার। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির। পাশাপাশি, এদিনই এবারের আইপিএলে একটি ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে নজির গড়লেন লখনউয়ের স্টোইনিস।

Advertisment

ব্যাটিং করতে নেমে শুরুতে বিপাকে পড়ে লখনউ। ওপেনার কুইন্টন ডি কক ৩ বল খেলে কোনও রান না করেই দীপক চাহারের বলে বোল্ড হন। অধিনায়ক কেএল রাহুল ১৪ বলে ১টি চার, ১টি ছয় সহযোগে ১৬ রান করে আউট হন। মুস্তাফিজুর রহমানের বলে রাহুলের ক্যাচ ধরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

এরপর লখনউয়ের হয়ে দলের ব্যাটিংয়ের হাল ধরেন মার্কাস স্টোইনিস। তিনি ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন। অর্ধশতক পূর্ণ করতে নেন ৬টি চার ও ২টি ছয়। দেবদত্ত পারিক্কল ১৯ বলে ১৩ রান করে আউট হন। কিন্তু, স্টোইনিস ক্রিজের অন্যপ্রাপ্ত ধরে রাখেন। তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান। তবে, পুরান ১৫ বলে ৩টি চার এবং ২টি ছয় সহযোগে ৩৪ রান করে আউট হন। মাহিশা পাথিরানার বলে তাঁর ক্যাচ ধরেন শার্দুল ঠাকুর। স্টোইনিস ৫৬ বলে ৯টি চার এবং ৫টি ছয় সহযোগে সেঞ্চুরি করেন।

CSK vs LSG IPL 39th Match Report 2024: এর আগে চেন্নাইয়ের চিপকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ওপেনার অজিঙ্কা রাহানে ৩ বলে ১ রান করে ম্যাট হেনরির বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। ড্যারিল মিশেল ১০ বলে ১টা চার-সহ ১১ রান করেন। যশ ঠাকুরের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন মিচেল। রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২টি চার-সহ ১৬ রান করে ফিরে যান। তিনি মহসিন খানের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন।

কিন্তু, রাহানের সঙ্গে ওপেন করার সময় থেকে ইনিংসের একটা দিক ধরে রাখেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ২৮ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন। যার সুবাদে ১২ ওভারে ১০০ রানের সীমা অতিক্রম করে চেন্নাই সুপার কিংস। ৫৬ বলে সেঞ্চুরি করেন রুতুরাজ। সেঞ্চুরি করতে নেন ১১টি চার এবং ৩টি ছয়। এর দৌলতে ১৮ ওভারে ৩ উইকেটে ১৭৮ রানে পৌঁছে যায় চেন্নাই। শিবম দুবে ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন। তিনি অর্ধশতক পূর্ণ করতে ৩টি চার এবং ৬টি ছয় মারেন। কুইন্টন ডি ককের বলে শিবম দুবে রান আউট হন। তিনি ২৭ বলে ৩টি চার এবং ৭টি ছয় সহযোগে ৬৬ রান করেন।

ধোনিকে দেখা যাচ্ছিল অনেকক্ষণ ধরেই প্যাড, হেলমেট পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। শিবম দুবে আউট হতেই ধোনি মাঠে নামেন। তিনি ইনিংসের শেষ বলে বোলারের মুখোমুখি হন। চার মারেন। রুতুরাজ গায়কোয়াড় ৬০ বলে ১০৮ রানে অপরাজিত থেকে যান। তিনি ১২টি চার এবং ৩টি ছয় মারেন। চেন্নাই ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান তোলে।

চেন্নাই সুপার কিংস একাদশ
অজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিশেল, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা

আরও পড়ুন- আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাবে! বিস্ফোরক দাবি করে ঝড় এবার টিম ইন্ডিয়ার প্রাক্তনীর

লখনউ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক, কেএল রাহুল (উইকেটরক্ষক-অধিনায়ক), মার্কাস স্টোইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসিন খান, যশ ঠাকুর

Chennai Super Kings CSK IPL Lucknow Super Giants LSG IPL 2024
Advertisment