New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Pakistan-Bangladesh.jpg)
Pakistan-Bangladesh: বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের একটি দৃশ্য। (ছবি- টুইটার)
Pakistan vs Bangladesh test series: বাংলাদেশকে ঘরের মাঠে ধ্বংস করে দিতে এই স্ট্র্যাটেজি নিল পাকিস্তান, আগাম বড় ঘোষণা
Pakistan-Bangladesh: বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের একটি দৃশ্য। (ছবি- টুইটার)
Pakistan predicted playing XI against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে বুধবারই মাঠে নামতে চলেছে পাকিস্তান। প্রথম ম্যাচটি ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে হবে। তার আগে প্রথম টেস্ট ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের এই প্লেয়িং ইলেভেনে নেই কোনও বিশেষজ্ঞ স্পিনার। এই দলে চার জন ফাস্ট বোলারকে সুযোগ দেওয়া হয়েছে। গত ২৮ বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ঘরের মাটিতে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই কেবল ফাস্ট বোলিং আক্রমণ নিয়ে খেলবে।
পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট ম্যাচে আবদুল্লাহ শফিকের সঙ্গে ইনিংস শুরু করবেন সাইম আইয়ুব। অধিনায়ক শান মাসুদ নিজেই তিন নম্বরে ব্যাট করতে আসবেন আর বাবর আজমকে চার নম্বরে খেলতে দেখা যাবে। সৌদ শাকিল ব্যাটিং অর্ডারে পঞ্চম স্থানে থাকবেন উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান ষষ্ঠ স্থানে নামবেন। সপ্তম স্থানে নামবেন সালমা আলি আগা। দলে থাকা চার ফাস্ট বোলার হলেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এই দলে একজন অলরাউন্ডার হিসেবে সালমান আলী আগাও রয়েছেন, যিনি একজন ডানহাতি স্পিনার এবং এই ম্যাচে স্পিনের দায়িত্ব পালন করবেন। এই দলের প্লেয়িং ইলেভেনে বিশুদ্ধ স্পিনার নেই।
🚨 Pakistan's playing XI for the first Test 🚨#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/2Q94RZStPB
— Pakistan Cricket (@TheRealPCB) August 19, 2024
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি।
আরও পড়ুন- পাকিস্তানের মাঠে শরীর খারাপ হবে বাংলাদেশের ক্রিকেটারদের, বড় সিদ্ধান্ত নিল PCB
দ্বিতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম ম্যাচের মত দ্বিতীয় টেস্ট ম্যাচও হবে রাওয়ালপিন্ডিতেই। ম্যাচে দর্শক টানতে টিকিটের দাম বেশ সস্তা রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড মনে করছে, দর্শকদের কাছে এই ম্যাচের বেশ ভালো চাহিদা আছে। সম্প্রতি বাংলাদেশে ইসলামিক ছাত্র আন্দোলন হয়েছে। তার মাধ্যমে ইসলামিক ছাত্র আন্দোলনকারীরা রীতিমতো বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন। তার প্রভাব পড়েছে পাকিস্তানেও। সেই কারণে রাওয়ালপিন্ডির মাঠে বেশ ভালোই সমর্থক পাবে বাংলাদেশ। ফলে, ম্যাচে দর্শকসংখ্যা ভালোই হবে। আর, তাতে বোর্ডের ভালোই রোজগার হবে বলেই পিসিবির ধারণা।