Advertisment

৩ বছর পুত্রের দেখা পাননি, স্রেফ চোখের দেখা দেখতে আদালতের দ্বারস্থ শিখর ধাওয়ান

ছেলের জন্য আদালতে ছুটতে হল ধাওয়ানকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শিখর ধাওয়ান এবং স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে। দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন দুজনে। আয়েশা পুত্র জোরোভারকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। সন্তান জোরোভারকে গত তিন বছর ধরে ভারতে আসতে দেননি আয়েশা মুখোপাধ্যায়।

Advertisment

শেষে দিল্লি ফ্যামিলি কোর্টের তরফে আয়েশাকে জানানো হল, পুত্রকে পারিবারিক অনুষ্ঠানের জন্য ভারতে নিয়ে আসতে হবে। বার এবং বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, বিচারক হরিশ কুমার আয়েশাকে নির্দেশ দিয়েছেন, পুত্রকে ভারতে আনার জন্য। শিখর ধাওয়ানের পরিবার ২০২০-র পর থেকে জোরোভারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। চলতি বছরে জুনের ১৭ তারিখে পারিবারিক অনুষ্ঠান ছিল শিখরদের। তবে পুত্রের বিদ্যালয় খোলা থাকার কারণ দেখিয়ে জোরোভারকে ভারতে আনেননি আয়েশা। তারপর গোটা অনুষ্ঠান ১ জুলাই পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়।

আয়েশার তরফে অভিযোগে বলা হয়েছিল পারিবারিক অনুষ্ঠানের দিনক্ষণ স্থির করার আগে তাঁর পরামর্শ নেওয়া হয়নি। বিচারক এর পরে বলেন ধাওয়ানদের পরিবারের সঙ্গে কেন জোরোভারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, তার পর্যাপ্ত কারণ দর্শাতে পারেননি আয়েশা।

ধাওয়ানের তরফে কোর্টে হাজির ছিলেন আইনজীবী আমান হিঙ্গরানি। আয়েশার আইনজীবী ছিলেন সিদ্ধার্থ আগারওয়াল। আয়েশার আইনজীবী জানান, জোরোভার ধাওয়ানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বস্তিতে পড়তে পারে। পুত্রের কাস্টোডি রয়েছে আয়েশার কাছেই। দুই তরফেই ট্রায়ালে পরস্পরকে দোষারোপ করেন। আদালতের তরফে জানানো হয়, শিখর ধাওয়ান মোটেই পুত্রের চিরস্থায়ী কাস্টোডি চাইছেন না। স্রেফ কয়েকদিনের জন্য পুত্রকে ভারতে চাইছেন।

Read the full article in HINDI

delhi court Shikhar Dhawan
Advertisment