New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/shoaib-sania-divorce.jpg)
Shoaib Malik controvery: নিজের আসল স্বরূপ জানিয়ে দিয়েছিলেন শোয়েব মালিক (সানিয়া মির্জা টুইটার)
Shoaib Malik Sania Mirza divorce : সময় যত গড়িয়েছে ততই নতুন নতুন আপডেট আচ্ছন্ন করেছে দুই দেশের জনতাকে। সানিয়া মির্জার পরিবার থেকে জানানো হয়, শোয়েব মালিক তৃতীয় বিয়ে সারার আগে খুলা নিয়েছিলেন সানিয়ার কাছে। সানিয়াকে জানিয়েই নতুন সম্পর্ককে পরিণতি দিয়েছেন শোয়েব।
Shoaib Malik controvery: নিজের আসল স্বরূপ জানিয়ে দিয়েছিলেন শোয়েব মালিক (সানিয়া মির্জা টুইটার)
Shoaib Malik divorced with Sania Mirza: এক ধাক্কায় সব শেষ হয়ে গিয়েছে। সানিয়া মির্জায় সঙ্গে শোয়েব মালিকের সাধের সংসার ভেঙে চুরমার। শনিবার নতুন বিয়ের খবর সোচ্চার কন্ঠে স্বীকার করে নিয়েছিলেন শোয়েব মালিক। তারপর দুই দেশ ঘিরে তোলপাড় পড়ে যায়। ৪৮ ঘন্টা কাটার পরেও দুজনের সম্পর্ক ঘিরে উত্তাল হাওয়া কাটেনি।
সময় যত গড়িয়েছে ততই নতুন নতুন আপডেট আচ্ছন্ন করেছে দুই দেশের জনতাকে। সানিয়া মির্জার পরিবার থেকে জানানো হয়, শোয়েব মালিক তৃতীয় বিয়ে সারার আগে খুলা নিয়েছিলেন সানিয়ার কাছে। সানিয়াকে জানিয়েই নতুন সম্পর্ককে পরিণতি দিয়েছেন শোয়েব।
একদিন পরেই সানিয়া মির্জা এবং তাঁর পরিবারের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়, ডিভোর্স হয়ে গিয়েছে দুই সেলেব জুটির। সানিয়া মির্জার বোন আনাম মির্জাও সোশ্যাল মিডিয়ায় পরিবারের বিবৃতি পোস্ট করেছেন। জানা গিয়েছে, একাধিক নারী-সঙ্গের কারণেই শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন সানিয়া।
আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার
এমন আবহেই সানিয়ার এক টক শোয়ের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সানিয়া শোয়েবের সঙ্গে গত বছর সম্পর্কে টালমাটাল সময়েই মির্জা-মালিক শো লঞ্চ করেছিলেন। দুবাই থেকে সম্প্রচারিত এই শোয়ে অতিথি হিসাবে পাক ক্রিকেটের তাবড় তাবড় ব্যক্তিরা হাজির হয়েছেন।
তবে সেই শো নয়, শোয়েব আখতারের সঞ্চালনা করা টক শোয়ে হাজির ছিলেন শোয়েব মালিক। গত নভেম্বরেই সম্প্রচারিত হওয়া সেই ভিডিও হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে। টক শোয়ে পাক স্পিডস্টার সরাসরি শোয়েবকে জিজ্ঞাসা করেন, অন্য কোনও ক্ষেত্রের কোনও নারী তাঁর হৃদয় জয় করেছেন কিনা। যাঁর জবাবে শোয়েব মালিক স্পষ্ট বলে দেন, সমস্ত নারীই তাঁর পছন্দের।
Relax guys shuru sy hi playboy tha yeh🤡#ShoaibMalik pic.twitter.com/tW1MleiqcF
— Mirza Wasiq (@wasiqhasandps) January 20, 2024
শোয়েব আখতার পাল্টা তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর পছন্দের পাঁচ নারী কারা তাঁদের নাম যেন শোয়েব মালিক বলেন। মজা করেই সানিয়ার স্বামী বলে দেন, স্রেফ পাঁচজন নয়, ৫০০ নারীর প্রতি তিনি আকর্ষণ অনুভব করেন।
পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে আপাতত চুটিয়ে সংসার করার অপেক্ষায় শোয়েব। সানা অতীতে পাক গায়ক উমর জাসওয়েলের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে গত বছরে ডিভোর্স হয় তাঁর-ও।