Sourav Ganguly on Virat Kohli batting position: আইপিএলে যেভাবে খোলামেলাভাবে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। সেভাবেই যদি চালিয়ে যেতে পারে টি২০ বিশ্বকাপে, তাতে উপকার হবে ভারতের-ই। বিরাট কোহলিকে নিয়ে এমনই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএলে অরেঞ্জ টুপির মালিক হয়েছেন। ১৫ ম্যাচে ৬১.৭৫ গড় নিয়ে ৭৪১ রান করেছেন। তাও আবার অবিশ্বাস্য ১৫৪.৭০ স্ট্রাইক রেটে। কোহলি এবারের আইপিএল মাতিয়ে দিয়েছেন। সিজনের প্ৰথম দিকে রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পরের দিকে কোহলি নিজের অস্ত্র ভান্ডারে নতুন নতুন শটের উদ্ভাবন ঘটিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার দিয়েছেন।
সৌরভ এই জন্যই কোহলিকে নিয়ে বলছেন, ভারতের বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য কোহলির ভালো খেলা জরুরি। "বিরাট কোহলি, রোহিত শর্মা ওপেন করুক। আরসিবির হয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে যেভাবে ব্যাটিং করেছিল, চাইব সেই ছন্দেই যেন জাতীয় দলের হয়ে ব্যাট করে যায়। ওঁকে চাপমুক্তভাবে ব্যাট করার সুযোগ দিতে হবে। বিরাট যে বড় ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের ব্লগ পারফরম্যান্স উন্নত করার জন্য কোহলির আইপিএলের ফর্মে ব্যাট করা জরুরি। তাই আমার চয়েস বিরাট-রোহিত ওপেন করুক।" সৌরভ এমনটাই বলেছেন রেভস্পোর্টস-কে।
ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে ৫ জুন। আয়ারল্যান্ড প্রতিপক্ষ। এরপরে ৯ জুন সম্মুখ সমরে মুখোমুখি ভারত-পাকিস্তান। গ্রুপের বাকি ম্যাচ ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে।
ভারত কেন বিশ্বকাপে সফল হতে পারে, তার ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ। তিনি যোগ করেছেন, "ভারতীয় দল গুণমানসম্পন্ন ক্রিকেটারে বোঝাই। আইপিএলের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলে ভারত টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে। নিউ ইয়র্কে এটাই ভারতকে সুবিধা দিতে পারে। এছাড়াও বড় মাঠে খেলার সুবিধা ভারতের পক্ষে যেতে পারে। এটা আমাদের স্পিনারদের জন্যও ভালো হবে। বিশ্বকাপের মত বড় ইভেন্টে কোয়ালিটি ক্রিকেটারে ঠাসা ভারতকে কখনই হিসাবের বাইরে রাখা সম্ভব নয়।"