Advertisment

খালি গায়ে 'দার্শনিক' কোহলি! ট্রোল-মিমের ঝড় তুললেন নেটিজেনরা

ভারত অধিনায়ক থেকে 'দার্শনিক' হলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার দুপুরে টুইটারে একটি ছবি পোস্ট করেন কিং কোহলি। সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর পরনে নাম মাত্র পোশাক রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli brutally trolled for shirtless picture on twitter

খালি গায়ে 'দার্শনিক' কোহলি! ট্রোল-মিমের ঝড় তুললেন নেটিজেনরা

ভারত অধিনায়ক থেকে 'দার্শনিক' হলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার দুপুরে টুইটারে একটি ছবি পোস্ট করেন কিং কোহলি। সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর পরনে নাম মাত্র পোশাক রয়েছে।

Advertisment

আলো-আঁধারি পরিবেশে তোলা ছবি পোস্ট করেই কোহলি লিখলেন, "অ্যাজ লং উই ক্য়ান লুক উইদিন, উই ওন্ট নিড টু সিক অ্যানিথিং আউটসাইড"। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, মানুষ নিজের ভিতরের দিকে তাকালেই আর বাইরের দিকে তাকাতে হবে না। এককথায় কোহলি আত্ম উপলব্ধির কথা বলেছেন।

আরও পড়ুন: সবার উপরে স্মিথ, সিংহাসনচ্যূত কোহলি

আর এই পোস্টের পরেই টুইটারে এই ছবি নিয়ে ট্রোলের বন্য়া বয়ে গিয়েছে। সম্প্রতি ফেসবুক/টুইটারে চোখ রাখলে একটা বিষয় খেয়াল করা গিয়েছে যে, নেটিজেনরা গুরুগ্রাম ট্রাফিক চালানের ঘটনায় প্রচণ্ড প্রভাবিত হয়েছে। গত মঙ্গলবার দীনেশ মদন নামের এক ব্য়াক্তির থেকে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ ২৩ হাজার টাকার চালান কেটেছিল। তাঁর কাছে বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল না, হেলমেটও পরেননি তিনি।

এই ঘটনা প্রকাশ্য়ে আসার পর থেকেই টুইটার আর ফেসবুকে মিম আর ট্রোলের ঝড় উঠে গিয়েছিল। কোহলির এই ছবি দেখার পর অনেকেই বলতে শুরু করছেন যে, সম্ভবত কোহলির চালান কেটেছে কেউ।

Virat Kohli
Advertisment