Advertisment

Electric vehicles: এই ই-স্কুটারে রয়েছে LFP ব্যাটারি, আগুন থেকে এবার মিলবে সম্পুর্ণ সুরক্ষা, পান দারুণ মাইলেজও

স্কুটারটিতে রয়েছে বিশেষ IP67 রেটিং। অর্থাৎ বৃষ্টিতে ভিজলেও স্কুটারের ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না।

author-image
IE Bangla Tech Desk
New Update
Odysse, Odysse ev, Odysse ev scooter, Odysse scooter, Odysse scooter news, Odysse electric vehicle, Odysse news, Odysse new electric scooter, Odysse high speed electric scooter, Odysse low speed electric scooter, auto news,auto news today, auto news

স্কুটারটিতে রয়েছে বিশেষ IP67 রেটিং। অর্থাৎ বৃষ্টিতে ভিজলেও স্কুটারের ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না।

পেট্রোল ভরার ঝামেলা থেকে মুক্তি পেতে এখন অনেকেই ইলেকট্রিক স্কুটারের উপর ভরসা রাখছেন। আর ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে একাধিক সংস্থা নানান আকর্ষণীয় লুকে ও নয়া ফিচারে বাজারে আনছে কোম্পানির ইলেকট্রিক স্কুটার।
সম্প্রতি Odysse নতুন দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানি SNAP হাই স্পিড স্কুটার এবং E2 কম গতির ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে।

Advertisment

কোম্পানি জানিয়েছে যে এই ইলেকট্রিক স্কুটারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা উচ্চগতি প্রদান করতে সক্ষম। এই স্কুটারটির সর্বোচ্চ গতি 60 kmph এবং এই বৈদ্যুতিক স্কুটারটি একবার চার্জে 105 কিলোমিটার রেঞ্জ দেয়। এছাড়াও, কোম্পানি জানিয়েছে যে এই স্কুটারটি 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

স্কুটারটিতে রয়েছে বিশেষ IP67 রেটিং। অর্থাৎ বৃষ্টিতে ভিজলেও স্কুটারের ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না। এই বৈদ্যুতিক স্কুটারটি 2000 ওয়াট পিক মোটর আউটপুট সহ আসে। স্কুটারটিতে একটি LFP ব্যাটারি রয়েছে, যা অগ্নিরোধী, দীর্ঘস্থায়ী এবং অন্যদের তুলনায় নিরাপদ।

কম গতির বৈদ্যুতিক স্কুটারে 250 ওয়াটের পিক মোটর আউটপুট থাকবে। এই স্কুটারটি একক চার্জে 25 কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি এবং ৭০ কিলোমিটার রেঞ্জের দাবি করে। এই স্কুটারটিও ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

আরও পড়ুন : < Driving license: সামান্য ভুলে এবার দিতে হবে ২৫ হাজার টাকা জরিমানা, RTO-তে পরীক্ষা ছাড়া কীভাবে মিলবে লাইসেন্স? >

এই দুই স্কুটারের দাম কত?
দাম সম্পর্কে কথা বলতে গেলে, উচ্চ গতির বৈদ্যুতিক স্কুটারটির এক্স-শোরুম মূল্য 79,999 টাকা এবং নিম্ন গতির বৈদ্যুতিক স্কুটারটি 69,999 টাকার এক্স-শোরুম মূল্য সহ গ্রাহকদের জন্য আনা হয়েছে।

Tech News Electric scooter
Advertisment