বিড়ালের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে খুদে, ভিডিও দেখে আপ্লুত নেটদুনিয়া

এক ছোট্ট বাচ্চার এমন আন্তরিকতার ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের।

এক ছোট্ট বাচ্চার এমন আন্তরিকতার ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক খুদে কাছাকাছি বসে থাকা একটি বিড়ালের দিকে তার মুখের খাবার এগিয়ে দিচ্ছে,

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নানা ধরনের মজার ভিডিও আমাদের সামনে আসে। এবং আমরা সেগুলি উপভোগও করি। করোনা কালে ঘরবন্দি জীবনে এই ধরনের ভাইরাল ভিডিওগুলি আমাদের একঘেয়ে জীবন থেকে দিয়েছে এক মুক্তির স্বাদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়গ্রাহ্য ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা কিছুটা আবেগতাড়িত হয়ে উঠেছেন। কী দেখানো হয়েছে এই ভিডিওতে?

Advertisment

ভিডিওতে দেখা গেছে, একরত্তি এক খুদে কাছাকাছি বসে থাকা একটি বিড়ালের দিকে তার মুখের খাবার এগিয়ে দিচ্ছে, প্রথমে বিড়ালটি ভয় পেলেও খাবারের গন্ধ পেয়ে বিড়ালটিকেও খাবারের প্রতি আগ্রহী হতে দেখা যায়। @buitengebieden_ টুইটার থেকে এক ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও পোস্ট করে টুইটারে ক্যাপশনে লেখা হয়, "ভাগ করা যত্নশীল মানসিকতার পরিচয়"। যদিও শেষমেশ বিড়ালটি সেই খাবার খেয়েছে কিনা তা স্পষ্ট নয়।

Advertisment

১৮ সেকেন্ডের এই ক্লিপ ভাইরাল হতেই শিশুটির এমন মানবিকতার মহান নিদর্শনে আপ্লূত নেটিজেনরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইতিমধ্যেই প্রায় ৯০ হাজারের বেশি ভিউ হয়েছে। সকলেই একরত্তি এই খুদের নিজের মুখের খাবার বিড়ালের দিকে এগিয়ে দেওয়ার ঘটনা দেখে আপ্লূত হয়েছেন।

আরও পড়ুন: স্পাইডারম্যান না ভূত! পিছন ফিরে তরতরিয়ে দেওয়াল বেয়ে উঠছে খুদে, ভাইরাল ভিডিও

কেউ কেউ কমেন্টে জানিয়েছেন, “এই শিশুটি বড় হয়ে অনেক বড় মনের মানুষ হবে।” অনেকে আবার তাঁদের কমেন্টে লিখেছেন “"আমাদের সকলেরই উচিত অন্য মানুষ এবং প্রাণীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ করা দরকার”। অন্য একজন লিখেছেন, "ছোট্ট ছেলের বিড়ালের সঙ্গে একরত্তি খুদের খাবার ভাগ করে নেওয়ার ক্লিপটি খুবই সুন্দর এবং মর্মস্পর্শী। আমি কামনা করি আরও মানুষ এই একই রকম আচরণ করুন পশুদের সঙ্গে”। এক ছোট্ট বাচ্চার এমন আন্তরিকতার ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video