বরাবরই খেতে ভালোবাসেন অনুব্রত মণ্ডল। চেহারেও সেই ছাপ। হেফাজতেও তার ব্যতিক্রম হয়নি। জেরা শেষে ইডি হেফাজতের মধ্যাহ্নভোজেও পছন্দের খাবারের জন্য কাতর আর্জি জানালেন দোর্দদণ্ডপ্রতাপ নেতা।
তিন দিনের হেফাজত শেষে শুক্রবার ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের তৃণমূল সভাপতিকে বিগত তিনদিনের জেরায় কার্যত হাঁফ উঠেছে গোয়েন্দাদের। এরমধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল সহ মোট ১২ জনকে সমন পাঠাল ইডি। তাঁদের আগামী ১১ দিনে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এই তালিকায় সুকন্যা ছাড়াও রয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষকও।বৃহস্পতিবার টানা জেরা শেষে মধ্যাহ্নভোজে অনুব্রতকে বাঙালি খাবার দেওয়া হয়েছিল। মেনুতে ছিল ভাত, মাছ, ডাল, তরকারি, সুগার ফ্রি সন্দেশ। মিষ্টি সন্দেশ বরাবরই প্ৰিয় তাঁর। সুগার ফ্রি দেখেই কিছুটা হতাশ হয়ে পড়েন 'বাঘ'। শেষ পর্যন্ত নিজেকে আর সামলাতে না পেরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবেদন করে বসেন অনুব্রত মণ্ডল।
যা শুনে হতবাক কেন্দ্রীয় গোয়েন্দা দল। তবে অনুব্রতর আর্জি রেখেছেন তাঁরা। শেষপাতে মিষ্টি সন্দেশ খেতে দেওয়া হয় অনুব্রতকে।
সূত্রের খবর, তদন্ততে অসহযোগিতা করার প্রেক্ষিতেই ফের অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার আবেদন করবে ইডি।