Bengal Covid Daily Update: ফের সাড়ে ৭০০-র গণ্ডি পেরলো রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। তবে কিছুটা কমেছে মৃত্যু। একদিনের সংক্রমিত ৭৫৬, মৃত ১১। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৪ জন, সুস্থতার যার ৯৮.৩১%। সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে ৭৮৬৭। গত সপ্তাহে খানিকটা নিয়ন্ত্রণে ছিল রাজ্যের দৈনিক সংক্রমণ। ৬০০-র নীচে নেমেছিল কোভিড গ্রাফ। কিন্তু চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ।
এদিকে বৃহস্পতিবার কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তবে কোভিড বিধি কার্যকর রেখেই নির্বাচন আয়োজনে জোর দিয়েছে কমিশন। কিন্তু রাজ্যের কোভিড গ্রাফ সাড়ে ৭০০ পেরনোয় ভোট প্রচার এবং ভোটদান ঘিরে কিছুটা অস্বস্তি নবান্নে। পাশাপাশি দীর্ঘ একটা সময় রাজ্যে কার্যকর রয়েছে রাত্রীকালিন নিষেধাজ্ঞা। সেই বিধি শিথিলেও আগামি কয়েকদিনের করোনার মুডের উপর নজর থাকবে স্বাস্থ্য ভবনের। এমনটাই সরকারি সূত্রে খবর।
অপরদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা (২১৫), এরপর উত্তর ২৪ পরগনা (১৪১), হুগলি (৬৫), দক্ষিণ ২৪ পরগনা (৬৪) এবং হাওড়া (৫৮)। পাশাপাশি ক্রমশ সুস্থ হচ্ছে দেশ। প্রতিদিন কমছে দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৩৯৬ জনের।
করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক কমছে। দেশের সার্বিক সংক্রমণ পরিস্থিতিই সেই আতঙ্ক কমাচ্ছে। প্রতিদিন কমছে সংক্রমিতের সংখ্যা। কমছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টিকাকরণকে হাতিয়ার করেই করোনা-যুদ্ধ জয়ের পথে ভারত। যদিও এব্যাপারে বিন্দুমাত্র আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। সংক্রমণ এড়াতে এখনও করোনা-বিধি মেন চলতে হবে বলেও বারবার জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া এদিনের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় কাবু ৯ হাজার ১১৯ জন, মৃত্যু ৩৯৬ জনের। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ২৬৪ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৯৪০। গত ৫৩৯ দিনের মধ্যে যে পরিসংখ্যান সর্বনিম্ন। টিকাকরণকে হাতিার করেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন