আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চ এড়ানোয় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। ''ইংরেজরা যেমন বন্দে মাতরম বন্ধ করেছিল, তেমনি তৃণমূল এবার জয় শ্রীরাম বন্ধ করে দিক। লোকে বুঝে যাবে এরা কারা।'' এখানেই থামেননি দিলীপ। জয় শ্রীরাম স্লোগান বন্ধ করতে বিধানসভায় বিল আনার 'টিপ্পনি' দিয়েও তৃণমূলনেত্রীকে দুষেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চের বিতর্ক যেন থেমেও থামে না। শুক্রবার মুখ্যমন্ত্রী হাওড়ায় বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছতেই ওঠে জয় শ্রীরাম স্লোগান। 'বিরক্ত' মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। অভিযোগ, বিজেপি কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শুক্রবার জয় শ্রীরাম স্লোগান দেন। যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তুমুল বিষোদগার শুরু করে। বিজেপিকে তুলোধনা করে ময়াদানে নেমে পড়েন তৃণমূলের শীর্ষ নেতারা।
আরও পড়ুন- বন্দে ভারতের প্রধান চালক বাংলারই, রাজকীয় অভ্যর্থনায় ভাসলেন, দেখে আবেগঘন স্ত্রী
যদিও জয় শ্রীরাম স্লোগান শুনে বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চ বয়কটের জেরে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, ''ভারতে বন্দে মাতরম বলতেও যেমন বাধা নেই, তেমনই জয় শ্রীরাম বলতেও বাধা নেই। আপনি খেপে যাচ্ছেন কেন? আমাদের তো রাস্তায় বেরোলেই জয় বাংলা বলে পেছনে লাগছে। রাস্তায় বেরোলেই কালো পাতাকা দেখাচ্ছে। কই আমরা তো রেগে যাচ্ছি না!''
আরও পড়ুন- সুপার-ডুপার হিট বন্দে ভারত, ঝড়ের গতিতে ফুরোচ্ছে টিকিট
এরপরেই মুখ্যমন্ত্রীকে 'টিপ্পনি' কেটে দিলীপের পরামর্শ, ''যদি জয় শ্রীরাম শুনতে এত খারাপ লাগে তাহলে বিধানসভায় বিল আনুন, যে পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বন্ধ। পাশ করিয়ে নিন সেই বিল। ইংরেজরা বন্দে মাতরম বন্ধ করেছিল, তৃণমূল জয় শ্রীরাম বন্ধ করে দিক। লোকে বুঝে যাবে ওরা কারা। রাস্ত-ঘাটে স্লোগান দিলে ঘাবড়ানেরা কী আছে। জয় শ্রীরামকে খারাপ বললে এবার তো বাড়ি থেকেই বেরোতে পারবেন না।''