Advertisment

Dead Body Found: ভোটের আবহে ময়নায় শোরগোল, পানের বরজ থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Moyna: বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। পাল্টা কী দাবি ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের?

author-image
IE Bangla Web Desk
New Update
Dead Body, Kangaroo Court, Woman Assaulted

প্রতীকী চিত্র

BJP Worker's Hanged Body Found: দ্বিতীয় দফার ভোট আবহেই পূর্ব মেদিনীপুরের ময়নার (Moyna) বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার (BJP Worker's Hanged Body Found) ঘিরে শোরগোল। মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। বাড়ি ময়নার বাকচার গোড়ামহল গ্রামে।

Advertisment

মৃতের পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন দীনবন্ধু। এরপর বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পানের বরজের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অভিযোগ, দলীয় কর্মী দীনবন্ধুকে খুন করা হয়েছে।

আরও পড়ুন-Lok Sabha Election 2024 Phase 2 Live Updates: ভোট শুরুর ১ ঘণ্টার মধ্যে কমিশনে ৬০টি অভিযোগ তৃণমূলের

দলীয় নেতা খুনের প্রতিবাদে গভীর রাতেই ময়না থানার সামনে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিধায়কের অভিযোগ, খুনের পিছনে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের মদত রয়েছে।

তবে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের পাল্টা দাবি, এলাকার মহিলাদের মারধর করে বিজেপি নেতার দলবল, তার জেরেই এই খুন।

Purba Medinipur East Midnapore bjp tmc
Advertisment