ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সায়নী ঘোষের। তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। শুক্রবার নির্ধারিত সময়ের আগেই ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন সায়নী। এদিন সকাল ১১.২৩ মিনিট নাগাদ ইডির দফতরে ঢোকেন সায়নী।
এদিন ইডির দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি। সায়নী বলেন, 'আমাকে ৪৮ ঘণ্টার নোটিশে তলব করা হয়েছে। সশরীরে উপস্থিত হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসাবশত এই তলব। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।' উল্লেখ্য, ইডি তাঁকে তলব করেছে এবিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। গত কয়েকদিনে তাঁর গতিবিধির ব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মোবাইল চ্যাট ঘেঁটে সায়নী ঘোষের নাম পায় ইডি। যুব তৃণমূলের এই নেত্রীর ব্যাপারে তাই বিশদে জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই তাঁর ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তির খতিয়ান-সহ তাঁকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
নিয়োগ দুর্নীতিতে একের পর এক গ্রেফতারি হয়েছে রাজ্যে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একে একে গারদের পিছনে যেতে হয়েছে রাজ্য শিক্ষা দফতরের একাধিক শীর্ষ কর্তাকে।
আরও পড়ুন- বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে বর্ষার জোরালো কামব্যাক কবে? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার পালা কার? সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। কুন্তল ঘোষের মোবাইল ঘেঁটে সায়নীর নাম মিলেছে। কুন্তলের গ্রেফতারির পর সায়নী জানিয়েছিলেন, ইডি তাঁকে তলব করলে তিনিও যাবেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে ইডি তলব করেছিল যুব তৃণমূলের সভানেত্রীকে। যদিও এদিন বেলা ১১.২৩ মিনিট নাগাদ ইডির দফতরে হাজির হন সায়নী।