Advertisment

Drinking Water Crisis in Siliguri: পানীয় জলের জন্য হাহাকার শিলিগুড়িতে, মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ, উঠল 'চোর' স্লোগান

Drinking Water Crisis: শিলিগুড়িতে এখন মহানন্দা থেকে বিশেষ প্ল্যান্টের মাধ্যমে জল পরিস্রুত করা হয়। সেই জলই পানীয় জল হিসেবে সরবরাহ করে পুর কর্তৃপক্ষ। সম্প্রতি সেই জলের মান পরীক্ষায় খারাপ বলে প্রমাণিত হয়েছে। গতকালই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব নিজেই জানিয়েছিলেন, যে আপাতত পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করা যাবে না। জলের মান পরীক্ষা করে যে রিপোর্ট এসেছে তা সন্তোষজনক নয় বলেই জানিয়েছিলেন মেয়র গৌতম দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
Drinking Water Crisis in Siliguri, শিলিগুড়িতে পানীয় জলের সংকট

Drinking Water Crisis in Siliguri: শিলিগুড়ি পুরসভার সামনে বামেদের বিক্ষোভ।

Drinking Water Crisis in Siliguri: শিলিগুড়িতে পানীয় জলের তুমুল সংকট। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চরমে উঠেছে। পথে নেমে বিক্ষোভ সিপিএম-এসইউসিআইয়ের। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে 'চোর চোর' স্লোগান। তাঁর বাড়ির সামনে প্রবল বিক্ষোভ সাধারণ মানুষের। প্রতিবাদে সোচ্চার BJPও।

Advertisment

উল্লেখ্য গতকালই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব নিজেই জানিয়েছিলেন, যে আপাতত পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করা যাবে না। জলের মান পরীক্ষা করে যে রিপোর্ট এসেছে তা সন্তোষজনক নয় বলেই জানিয়েছিলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি শহরে পানীয় জলের সংকট মোকাবিলায় পুরসভার ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানিয়েছিলেন মেয়র।

তবে তাতেও পানীয় জলের সংকট চরম আকার নেওয়ায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। তৃণমূল নেতৃত্বাধীন শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন শহরবাসী। শিলিগুড়িতে মেয়রের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকশো জনতা। বামেরা বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

আরও পড়ুন- Bhangar: ভাঙড়ে ভোটের দিনে চরম অশান্তির আশঙ্কা! মারাত্মক এই কাণ্ডে তারই ইঙ্গিত?

শিলিগুড়িতে পানীয় জলের এই সংকট নিয়ে পুরনিগমকে বিঁধেছে বিজেপিও। শিলিগুড়ির BJP বিধায়ক শংকর ঘোষ বলেন, "মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে অদক্ষ কেউ বসলে ফল কী হতে পারে সেটা এখন দেখা যাচ্ছে। তাহলে গত ২০ দিন ধরে শিলিগুড়ির মানুষ দূষিত পানীয় জল খেলেন? মেয়রা সব জানতেনই না। জানার পর তিনি জল পান করতে বারণ করেছেন। আগে থেকে উপযুক্ত ব্যবস্থা কেন নেয়নি পুর কর্তৃপক্ষ। "

আরও পড়ুন- Digha: দিঘায় রচনার পথে সোনালী ইতিহাস! পর্যটকদের স্বার্থেই যুগান্তকারী এই সৃষ্টি আত্মপ্রকাশের পালা…

জানা গিয়েছে, শিলিগুড়িতে এখন মহানন্দা থেকে বিশেষ প্ল্যান্টের মাধ্যমে জল পরিস্রুত করা হয়। সেই জলই পানীয় জল হিসেবে সরবরাহ করে পুর কর্তৃপক্ষ। সম্প্রতি সেই জলের মান পরীক্ষায় খারাপ বলে প্রমাণিত হয়েছে। সেই কারণেই মেয়র গৌতম দেব আপাতত শহরবাসীকে পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধ করেছেন। বিকল্প হিসেবে পানীয় জলের ট্যাংক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে।

West Bengal Drinking Water Crisis CPIM tmc siliguri
Advertisment