/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-86.jpg)
ভয়াবহতা ফুঠে উঠলো গাছের পাতায়
গাছের পাতায় ফুটিয়ে তুললে করমন্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনাকে। মুহূর্তেই এই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। ২০২০ সালে করোনা মহামারীকালীন সময়ে ঘরবন্দী থাকাকালীন লিফ আর্টের প্রতি ভালবাসা গড়ে ওঠে কলকাতার আহিরীটোলার ঋকদীপ পালের। সেই থেকে একের পর লিফ আর্ট সকলকে মুগ্ধ করেছে। একদিনে ১৭টি Leaf Art পোর্ট্রেট সম্পূর্ণ করে ইতিমধ্যেই তিনি নিজের নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
সম্প্রতি ওড়িশার বাহানগা স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়া করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি গাছের পাতায় ফুটিয়ে তুলে সকলের মন জিতে নেন। অসাধারণ দক্ষতায় এর আগেও তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি তুলে ধরেছেন পাতার উপর ৷ তবে ঋকের এই সাম্প্রতিক সৃষ্টি অবাক করেছে সকলকেই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-66.jpg)
পড়াশুনা, থিয়েটার, ফটো এডিটিংয়ের পাশাপাশি লিফ আর্টের প্রতি এক অদ্ভুত নেশা ঋকদীপের। ২০২০ সালে করোনাকালীন সময়ে ঘরবন্দী থাকাকালীন নতুন কিছু করার নেশায় লিফ আর্টের প্রতি ঝোঁক। তারপর থেকে গাছের পাতায় একের পর আজব শিল্পকর্ম ফুটিয়ে তুলে তিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে গুণী শিল্পী এমন অনেকেকেই ইতিমধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন গাছের পাতায়। তবে তার সেরা সৃষ্টি বলতে নিঃসন্দেহেই সাম্প্রতিক এই শিল্পকলা।
সম্প্রতি করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নাড়া দিয়ে গিয়েছে সকলকেই। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৮৮ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যাটা হাজার পেরিয়েছে। অসহায় মানুষগুলোর যন্ত্রণাকে তিনি তুলে ধরেছেন গাছের পাতায়। নিজের সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে ঋকদীপ বলেন, “করোনার সময় থেকে লিফ আর্টের প্রতি আমার ভালবাসা ও আগ্রহ। গাছের পাতাতেও যে এভাবে প্রাণ ফুটিয়ে তোলা যায় এই নিয়ে বরাবরই কৌতূহল ছিলই। তবে নিজের হাতে তা ফুটিয়ে তুলতে পেরে ভাল লাগছে"।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-67.jpg)
সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সাক্ষী থেকেছে দেশ। তাসের ঘরের মত তালগোল পাকিয়ে গিয়েছে ট্রেনের কামরা। কান্না-হাহাকার, বাঁচার কাতর আর্তন এগুলো নাড়া দিয়ে গিয়েছে শিল্পীমনকে তার থেকে গাছের পাতায় ট্রেন দুর্ঘটনাকে ফুটিয়ে তোলার ভাবনা বলেও জানিয়েছেন শিল্পী নিজেই। তিনি আরও বলেন, "এখানে আপনারা দেখতে পাবেন ট্রেনের কামরা গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে বাঁচার চেষ্টায় মানুষের দু’হাতকে। পাশাপাশি পাতার মধ্যে আঁকা হয়েছে মোমবাতিও। যার অর্থ আলোতেই সব কিছু ভাল, অন্ধকার মানে আতঙ্কের হাতছানি”।