Advertisment

West Bengal VC Recruitment: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ: উপায় বাতলে দিল সুপ্রিম কোর্ট

West Bengal VC Recruitment Case-Supreme Court: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গিয়েছিল। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে চূড়ান্ত মতানৈক্য তৈরি হয়। শেষমেশ বিষয়টির জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court dismissed the case filed against Justice Amrita Sinhas husband

Supreme Court: সুপ্রিম কোর্ট।

West Bengal VC Recruitment Case: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটাতে এবার আসরে সুপ্রিম কোর্ট। সোমবার পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে চূড়ান্ত নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কীভাবে গোটা বিষয়টি পরিচালিত হবে তার জন্য কিছু উপায়ও বাতলে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisment

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গিয়েছিল। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। সেই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবে।

অবসরপ্রাপ্ত বিচারপতি ললিত চাইলে সব কটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। তবে এক্ষেত্রে তাঁর মনে হলে আলাদা কমিটিও তিনি তৈরি করতে পারেন। আরও চার বিশেষজ্ঞকে রাখতে পারবেন তিনি। সোমবার এই মামলার শুনানিতে এমনই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন- Stay in Houseboat near Kolkata: কেরল-কাশ্মীর অতীত! কলকাতার নাকের ডগায় গঙ্গাবক্ষে হাউসবোটে রাত্রিবাস! নামমাত্র খরচে দুরন্ত বন্দোবস্ত

সুপ্রিম কোর্ট এদিন আরও জানিয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসেবে তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। তিনটি নাম বাছাই করে সেই কমিটি মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী সেই তিনটি নামের মধ্য থেকে একটি নাম বেছে নিয়ে পাঠিয়ে দেবেন রাজভবনে। তারপর রাজ্যপাল সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপত্র দেবেন।

আরও পড়ুন- Mahua Moitra: গতবার বহিস্কৃত হয়েছিলেন, এবার সংসদে ফিরেই ফের একবার সাংঘাতিক বিপাকে তৃণমূলের মহুয়া!

তবে এক্ষেত্রে, সার্চ কমিটির পাঠানো নাম মুখ্যমন্ত্রীর অপছন্দ হলে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। একইভাবে সার্চ কমিটির প্রস্তাবিত তিনটি নামের একটি নাম মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পর সেই নাম রাজ্যপালের অপছন্দ হলে তিনিও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারবেন। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করে দিতে হবে।

supreme court West Bengal Vice Chancellor
Advertisment