আপাতত এই দফায় শীত-সুখের আজই ইতি। কাল থেকেই আবহাওয়ায় বদল। বাড়তে শুরু করবে তাপমাত্রা। পূবালি হাওয়ার হাত ধরে কাল থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আগামিকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। রাজ্য জুড়ে শনিবার সকালেও বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শহর কলকাতায় সরস্বতী পুজোর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে একাধিক জেলাতেও বসন্ত পঞ্চমী তিথিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ফের একবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। শীতের প্রভাব বেশ ফিকে হয়ে যেতে পারে। ঝঞ্ঝার গেরো কাটিয়ে ফের কবে থেকে শীতের কামব্যাক? সেব্যাপারে এখনই কোনও পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- পজিটিভিটি রেট-মৃত্যু কমলেও রাজ্যে বাড়ল সংক্রমণের হার, শীর্ষে কলকাতা
এদিকে, বুধবার শহর কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট। কলকতা শহরের বেশ কিছু রাস্তায় এদিন ভোরে দৃশ্যমানতা কম ছিল। বহু গাড়িই আলো জ্বেলে যাতায়াত করেছে। বেশ কয়েকটি জেলা থেকেও একই ছবি উঠে এসেছে। তবে বেলা বাড়তেই কুয়াশার চাদর সরে যাবে।