বিদায়বেলায় চার-ছক্কা হাঁকাতে শুরু করেছে শীত। মাঘ মাসের শেষে জাঁকিয়ে ঠাণ্ডার ভরপুর আমেজ রাজ্যে। বৃষ্টি থেমেছে সরস্বতী পুজোর আগের রাতে। গতকাল শনিবার দক্ষিণবঙ্গে দিনভর ছিল শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্বল আকাশের হাত ধরেই হু হু করে নেমেছে পারদ। গতকাল বিকেলের পর থেকেই জাঁকিয়ে ঠাণ্ডার অনুভূতি রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দু'দিনে আরও নামবে পারদ। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।
সরস্বতী পুজোর দিনভর মনোরম রৌদ্রজ্বল আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেলর পর থেকে শীতের জমাটি আমেজে বেজায় খুশি বাঙালি। শনিবারের পর আজ রবিবার ছুটির দিনেও জাঁকিয়ে শীত বহাল। সকাল থেকেই ঠাণ্ডার দাপট সর্বত্র।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত দু'দিনে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৬ ডিগ্রি। সেই কারণেই ঠাণ্ডার অনুভূতি জোরালো হচ্ছে।
সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে পুজোর ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার দুপুরে আবহাওয়া দফতর জানায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই। সেই পূর্বাভাস সত্যি করে মনোরম আবহাওয়াতেই কেটেছে বাঙালির ভ্যালেন্টাইন ডে।
আরও পড়ুন- পাহাড়ে ফের ব্যাপক তুষারপাত, বরফের চাদরে দার্জিলিং-কালিম্পং
হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তাহের শেষ দিক থেকেই ফের একবার নামতে শুরু করবে পারদ। হয়েছেও তাই। তবে ঠাণ্ডার এই অনুভূতি থাকবে আর মাত্র কয়েকদিন। তারপর থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফিকে হবে শীতের আমেজ। এভাবেই ধীরে ধীরে এবারের মতো বঙ্গ থেকে বিদায় নেবে শীত।