West Bengal Monsoon: আষাঢ়ের শুরুতেই দাপট দেখাতে শুরু করল বর্ষা। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টির ঝোড়ো ইনিংস। বুধরাত দিনভর চলেছে দফায় দফায় বৃষ্টি। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ষণের দাপুটে ব্যাটিং। তবে এ দুর্যোগ এখনই সরছে না বাংলার আকাশ থেকে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের প্রাবল্য বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
আরও পড়ুন, শিশুদের শরীরে দেখা দিচ্ছে কোভিডের নানা সমস্যা, দিল্লিতে ধরা পড়ল ৫২টি কেস
সপ্তাহজুড়েই চলবে প্রবল বৃষ্টিপাত, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে, উপকূলে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বলা হচ্ছে।
এদিকে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জমেছে জল। জলবন্দি বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশ। বাংলা পর্যন্ত যে নিম্মচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার প্রভাবে বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়।
আরও পড়ুন, ‘সম্পত্তি হাতিয়ে মেরে ফেলা হতে পারে শোভনকে’, বৈশাখীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রত্নার
কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন