Modi-Trump: আরও কাছে মোদী-ট্রাম্প! দুই রাষ্ট্র নায়কের 'বন্ধুত্বে' ঘাম ঝরছে পাকিস্তান-চিন-বাংলাদেশের

PM Modi joins Trump’s Truth Social: ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের প্রশংসায় পঞ্চমুখ মোদী, আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পডকাস্ট শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প।

PM Modi joins Trump’s Truth Social: ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের প্রশংসায় পঞ্চমুখ মোদী, আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পডকাস্ট শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News Highlights Today 18 Mar

আরও কাছে মোদী-ট্রাম্প! দুই রাষ্ট্র নায়কের 'বন্ধুত্বে' ঘাম ঝরছে পাকিস্তান-চিন-বাংলাদেশের

PM Modi joins Trump’s Truth Social:ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের প্রশংসায় পঞ্চমুখ মোদী, আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পডকাস্ট শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পডকাস্টার এবং এআই রিসার্চার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পাকিস্তান, চিন, ট্রাম্প, বিশ্ব রাজনীতি, খেলাধুলা, রাজনীতি এবং আরএসএস, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা প্রশ্নের উত্তর দিয়েছেন। ট্রাম্পকে তাঁর 'বন্ধু'  হিসাবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্টের সাহসিকতার প্রশংসা করেছেন মোদী। এরপরই আরও কাছাকাছি মোদী-ট্রাম্প। ট্রুথ সোশ্যালে যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে যোগদানের পর, প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি তাঁর একটি  বিশেষ ছবি শেয়ার করেছেন। প্রথম পোস্ট করার পর, প্রধানমন্ত্রী মোদী তার দ্বিতীয় পোস্টে ট্রাম্পের পোস্ট উদ্ধৃত করে লিখেছেন, 'ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প।'

Advertisment

তোষণ বনাম হিন্দুত্ব নিয়ে যখন উত্তাল বঙ্গ রাজনীতি তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য চলতি মাসের শেষেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। তার আগেই নতুন রাজ্যসভাপতি পেতে চলেছে বিজেপি? এই আবহে গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বৈঠকের পর সন্ধ্যায় শাহের বাসভবনে যান শুভেন্দু। সেখানে দুই হেভিওয়েটের মধ্যে প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে শুভেন্দু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই তিনি আমাকে তাঁর বাসভবনে ৩০ মিনিট বৈঠকের জন্য সময় দিয়েছিলেন। আমাদের মধ্যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর পথ চলা নিয়ে আলোচনা হয়েছে।’’ বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি তাঁর মূল্যবান পরামর্শ আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমাদের কাজে লাগবে।’’

মার্চের শেষেই চিন সফরে মোহাম্মদ ইউনূস, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা হতে পারে, ভারতের উদ্বেগ কি বাড়বে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ চিন সফর করবেন। এই সময় তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। ইউনূস ২৬ মার্চ চিনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২৯ মার্চ পর্যন্ত বেজিংয়ে থাকবেন। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করা। 

আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হবে কলকাতা হাইকোর্টে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনকেই শেষমেশ মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের করা নতুন করে আবেদনের ভিত্তিতে মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। এরপরই ন্যায় বিচারের আশায় বুক বাঁধছেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "এবার আমরা ন্যায় বিচার পাবই। শুধুমাত্র আন্দোলনকে আরও জোরদার করতে হবে"

modi news of west bengal news in west bengal Bengali News Today Trump