/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ankita-1.jpg)
Ankita Lokhande-Vicky Jain: সম্পর্ক বদলাচ্ছে দুজনের?
Viki on his mother: বিগ বস ( Bigg Boss 17 ) শেষ হলেও সেই নিয়ে চর্চা কম নেই। অঙ্কিতা লোখন্ডে ( Ankita Lokhande ) এবং ভিকি জৈন ( Viki Jain ) এই দুজনের দাম্পত্য কলহ দেখে অনেকের মনেই হয়েছিল যে শো শেষ হলেই তাঁদের বিচ্ছেদ হবে। যদিও, সেই গল্প এখন অতীত।
গতকাল একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু, অঙ্কিতা তাঁর শাশুড়ির কাছে থেকে যেকথা শুনেছেন, তাতে গোটা দেশ ছিঃ ছিঃ করেছিল। ছেলের ব্যাক্তিগত সম্পর্ককে ভরা বাজারে নিলাম করেছেন তাঁর মা। আর, এবার শো শেষ হতেই মায়ের এহেন আচরণ নিয়ে মুখ খুললেন ভিকি। তিনি বললেন..
"পারিপার্শিক পরিস্থিতি বিচার করলে দেখা যায়, মা আমার জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেটা খুব স্বাভাবিক। কিন্তু, তাই বলে একজন মানুষের মুখ থেকে এহেন শব্দ বের হবে সেটা একেবারে উচিত না। কথা বলার একটা ধরণ থাকে। তাঁর কাছে হয়তো এটা ঠিক, কিন্তু কথা গুলো বলা উচিত ছিল না।" তিনি আরও যোগ করলেন..
আরও পড়ুন - Ankita Lokhande-Viki Jain: অঙ্কিতার সঙ্গে কবে দেখা যাবে? প্রশ্ন যেতেই ভিকির জবাব..’ব্যাস! কথা শেষ’
"আসলে আমাদের সম্পর্ক তখন এমন জায়গায় চলে গিয়েছিল, সবাই ভাবছিল যে আমরা এই সম্পর্কে সুখী না। সেই জায়গা থেকেই মা, আরও বেশি প্রতিক্রিয়া দিয়ে ফেলেছে। কিন্তু, যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। বরং, এখন সবকিছু সঠিক। আমরা একসঙ্গে ভাল আছি। সেটাই সবথেকে বড় কথা।"
প্রসঙ্গত, গোটা বিগ বসের ঘরে যেমন অঙ্কিতা ভিকির ঝগড়া হচ্ছিল। ঠিক তেমন, বাইরে ফুটেজ খাচ্ছিলেন অঙ্কিতার শাশুড়ি। যা নয় তাই বলছিলেন। এমনকি ঘরে ঢুকেও ছেলেকে লাথি মারা নিয়ে আলোড়ন তুলেছিলেন তিনি। অঙ্কিতার মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন, তাঁর স্বামীকে এভাবেই লাথি মারতেন তিনি?