শেষমেশ স্বস্তিতে পরিমণি (Pori Moni)। ছাড়া পেলেন জেল থেকে। গত ৪ অগস্ট মাদককাণ্ডে ধৃত অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। তারপর সপ্তাহখানেক জেলেই কাটিয়েছেন। একাধিকবার জামিনের আবেদন করেও রেহাই মেলেনি। অভিযোগ, পরিমণির একমাত্র আত্মীয় তাঁর দাদুকেও নাকি দেখা করতে দেওয়া হয়নি তাঁর সঙ্গে।
এদিকে, পরিমণিকে গ্রেফতার করার দিন কয়েক বাদেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) বিশিষ্টজনেরা। তবে লাভ কিছুই হয়নি। কিন্তু মঙ্গলবার, প্রায় একমাসের মাথায় অভিনেত্রীকে জেল থেকে মুক্তি দিল আদালত। কাঁটায় কাঁটায় গ্রেফতারির ঠিক ২৭ দিনের মাথায় জামিন পেলেন পরিমণি।
আরও পড়ুন জেলে পরিমণি! পিছলো ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের’ বায়োপিকের কাজ
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর ২টো নাগাদ অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা আদালতের বিচারক ইমরুল কায়েশ। যে খবর নিশ্চিত করেছেন খোদ পরিমণির আইনজীবী। উল্লেখ্য, গত শনিবার পরিমণির তৃতীয় দফার রিমান্ড শেষ হয়েছিল। সেদিন তাঁকে আদালতে পেশ করা হলে কাঠগড়ায় দাঁড়িয়েই নাকি কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। এরপরই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয় ৩১ অগস্ট।
আরও পড়ুন মিশে গেল ঠোঁটে-ঠোঁট, পরিমণি আর পুলিশকর্তার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল
প্রসঙ্গত, অগস্ট মাসের গোড়ার দিক থেকেই সংবাদের শিরোনামে বাংলদেশী অভিনেত্রী পরিমণি। মাদক ও মধুচক্র চালানোর অভিযোগে তাঁকে বনানীর বাড়ি থেকে গ্রেফতার করে ব়্যাব। এরপর জল অনেক দূর গড়িয়েছে। বাংলাদেশের বিশিষ্টজনেরা প্রতিবাদও শুরু করেন। পরিমণির স্বপক্ষে মুখ খোলেন খোদ তসলিমা নাসরিন ও দুই খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসান, আজমেরি হক বাঁধন। পাশাপাশি পরিমণি জেলে থাকায় প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োপিকের কাজও বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিমণি-সহ সিনেমার নির্মাতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন