New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/birsa-759.jpg)
বিরসা দাশগুপ্ত। ফোটো- ইনস্টাগ্রাম
আদ্যন্ত রোম্যান্টিক ছবি 'হাওয়া বন্দুক'। নস্টালজিয়াকে ভর করেই চিত্রনাট্য তৈরি করেছেন স্মরণজিৎ চক্রবর্তী এবং তার বিপরীতে সম্পূর্ণ থ্রিলার ছবি 'কালা খুন'। সব মিলিয়ে আন্দাজ করাই যাচ্ছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করবেন বিরসা।
বিরসা দাশগুপ্ত। ফোটো- ইনস্টাগ্রাম
পরিচালক বিরসা দাশগুপ্তর 'বিবাহ অভিযান' বক্সঅফিসে রমরমিয়ে চলছে। তবে অঙ্কুশ, রুদ্রনীল আর অনির্বাণের রসায়নেই থেমে থাকলেন না পরিচালক। তাঁর পাইপলাইনে রয়েছে আরও দুটো নতুন ছবি, 'হাওয়া বন্দুক'- সত্তর দশকের বরাহনগর কাশীপুরে ঘটে যাওয়া ঘটনার নির্ভর এই ছবি এবং 'কালা খুন'- মাইনিং মাফিয়াদের নিয়ে থ্রিলার ছবি। ঝাড়খন্ডের কয়লাখনির গুণ্ডা ও তাদের ১৫ বছরের কাহিনি দেখা যাবে ছবিতে।
আদ্যন্ত রোম্যান্টিক ছবি 'হাওয়া বন্দুক'। নস্টালজিয়াকে ভর করেই চিত্রনাট্য তৈরি করেছেন স্মরণজিৎ চক্রবর্তী এবং তার বিপরীতে সম্পূর্ণ থ্রিলার ছবি 'কালা খুন'। সব মিলিয়ে আন্দাজ করাই যাচ্ছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করবেন বিরসা।
আরও পড়ুন, সোশাল মিডিয়ায় হুমকির শিকার অরুণিমা ঘোষ, গ্রেফতার অভিযুক্ত
দশ নম্বর ছবি অর্থাত্ৎ 'বিবাহ অভিযান' থেকেই গড়া ছাঁচের বাইরে বেরোতে চাইছেন বিরসা। মেইনস্ট্রিম কমেডি ছবি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পরিচালক। এবার মাঠে নামছেন রোম্যান্স ও থ্রিলারকে সঙ্গী করে।
২১ জুন প্রেক্ষাগৃহে এসেছিল 'বিবাহ অভিযান'। বিরসার এই রোম্যান্টিক কমেডি মন জয় করেছে বাংলার দর্শকদের। বলা যায় 'ক্রিসক্রস'- এর বোঝা গিয়েছিল বিরসার কাছ থেকে নতুন কিছু পেতে চলেছে দর্শক। যদিও বক্সঅফিসে টিকে থাকতে পারেনি এই ছবি। তবে অঙ্কুশ, রুদ্রনীলদের অভিযানের পর তাঁর পরবর্তী দু'টো ছবি নিয়ে আশায় রয়েছে বিরসার ছবির ভক্তরা।