Bratati Banerjee recited Ami Shei Meye: ব্রততী বন্দোপাধ্যায় নিজের প্রতিভার জন্য বেশ জনপ্রিয়। তাঁর কবিতা মানেই, সকলের মনে দৃঢ় প্রভাব ফেলবে। ব্রততী যখন, মঞ্চে দরাজ গলায় কবিতা পাঠ করতে শুরু করেন, তখন যেন চারপাশের প্রতিটা মানুষের লোম খাড়া হতে বাধ্য। আর এবারও ঠিক যেন তাই হল।
ব্রততী বন্দোপাধ্যায়, সারেগামাপার মঞ্চে এসে সমস্ত নারী প্রতিযোগীদের সঙ্গে নিয়ে, পাঠ করলেন, আমি সেই মেয়ে। চেনা এক দৃঢ় কন্ঠ, যাতে একরাশ অভিমান, একরাশ কষ্ট এবং সঙ্গে সঙ্গে অনেকটা দাবি... পাঠিকার ভাষ্যপাঠে মুগ্ধ মঞ্চে উপস্থিত সকলে। পাশে দাঁড়িয়ে সম্পূর্ন কবিতা উপভোগ করলেন বাকিরা। শুভ দাশগুপ্তর লেখা এই কবিতা সেই সমস্ত মেয়ের কথা বলে, যারা প্রতিদিন এই সমাজের চোখে জঞ্জাল কিংবা নানা কারণে দোষী সাব্যস্ত হন।
বর্তমান যুগে দাঁড়িয়েই মেয়েদের যেভাবে দাঁড়িপাল্লায় মাপা হয়, তাতে সত্যিই অবাক হতে হয়। আর তাঁর সঙ্গে সবথেকে বেশি চমকে দেয় যে বিষয়, সেটা হল মেয়েদের সঙ্গে প্রতিদিন হয়ে চলা অত্যাচার এবং অন্যায়। যা থামার নয়। আর সেই কবিতা প্রকাশ্য মঞ্চে পাঠ করেই যেন আবারও একবার প্রশ্ন তুললেন ব্রততী। প্রতিবাদের ভাষা যদি শিল্পের হয়, তাহলে এর থেকে জোরালো আর কিছুই হয় না। আর ব্রততী যখন কবিতা পাঠ করছেন, তখন তাকিয়ে দেখছেন বিচারকেরা।
SRGMP 2024 | 30th Novemberপ্রতিযোগীদের সঙ্গে নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অসামান্য উপস্থাপনা 'আমিই সেই মেয়ে' #ProtijogiderSongeNiyeBratatiBandhyopadhyayerOsamanyoUposthaponaAmiSeiMeye #SRGMP2024 #ZeeOnTheGo https://zee5.onelink.me/RlQq/fbDownloadZEE5App "দেখুন #SRGMP2024 শনি ও রবি @ 9:30pm শুধুমাত্র #ZeeBangla আর #Zee5 অ্যাপে যে কোন সময়, যে কোন জায়গায়।
Posted by Zee Bangla on Saturday, November 30, 2024
Saregamapa - এর মঞ্চে ইমন চক্রবর্তী, জোজো, অন্তরা মিত্র, এবং কৌশিকী চক্রবর্তী সকলেই যেন অবাক চোখে তাকিয়ে ছিলেন তাঁর দিকে। ইমন এবং জোজো যেন কিছুক্ষন পরে নিজেকে আর সামলে রাখতে পারলেন না। জোজো তো কেঁদেই ফেললেন। চোখ দিয়ে জল গড়িয়ে এল ইমনের। আর দর্শকরা মুগ্ধ তাঁর এই পাঠে। সমাজ মাধ্যমে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে বেশিরভাগ বলছেন....
"একরাশ অভিমান বুকে নিয়ে আমি সেই মেয়ে। ধন্যবাদ দিদি নিজেকে আবার চিনিয়ে দেবার জন্য।" আবার কেউ বললেন, "গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল কাল।" আবার কারওর কথায়, "প্রতিটা শব্দ খুব কষ্ট দেয়। প্রতিটা শব্দ বারবার এই সমাজে মেয়েদের নিয়ে প্রশ্ন তোলে।" আবার কেউ বললেন, "প্রতিবারের মতো এবারেও অসামান্য। আপনার কণ্ঠে যতবার শুনি গায়ে কাঁটা দেয়। বিশ্বের দরবারে আপনি আবৃত্তিশিল্পকে যে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন ,তার জন্য অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম দিদি।"