Advertisment
Presenting Partner
Desktop GIF

"হলিউডকে হারানোর ক্ষমতা রাখে বাংলা", কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বললেন মমতা

24th Kolkata International Film Festival opening ceremony live updates: বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এ বছর বাংলা ছবির রমরমা বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রদীপ জ্বেলে উদ্বোধন। ছবি: শুভম দত্ত

পুজো পরব তো সবে শেষ হল। তার রেশ কাটতে না কাটতেই হেমন্তের শহরে আরেক পার্বণ। ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রবোদ্ধা এবং চলচ্চিত্রমোদীদের কাছে এ কোনো উৎসবের চেয়ে কম নয়।

Advertisment

বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এ বছর বাংলা ছবির রমরমা যেন আরও কিছুটা বেশি। এ বছরের উদ্বোধনী ছবি উত্তম-তনুজা অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গী।  ‘শতবর্ষে বাংলা চলচ্চিত্র’ নামের আলাদা বিভাগও রয়েছে উৎসবে। ১১ থেকে ১৮ নভেম্বর প্রতিদিন বিকেল চারটে এবং ছটার সময় চলচ্চিত্র শতবর্ষ ভবনে এই বিভাগের ছবি প্রদর্শিত হবে।

আজ আমাদের সাইটে নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে দেখুন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ আপডেট।

আরও পড়ুন, কলকাতা চলচ্চিত্র উৎসব; কী কী বাংলা ছবি দেখবেন

5.55 pm: কিঞ্চিৎ ধৈর্যচ্যুতি ঘটছে জনতার, তাঁর মধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করলেন। শেষ হলো ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।


5.50 pm: অমিতাভের কথা নাকচ করে দিয়ে তাঁকে আবার সামনের বছর নিমন্ত্রণ জানালেন মমতা। শাহরুখের জন্য ভাইফোঁটা রাখা ছিল, এও বললেন তিনি। তবে সংস্কৃতির মঞ্চেও প্রসঙ্গ টানলেন ৩৪ বছরের। "আমিই নন্দন থেকে এটা (চলচ্চিত্র উৎসব) নেতাজী ইনডোর স্টেডিয়ামে নিয়ে এলাম। এবার ২০,০০০ থেকে এক লক্ষ মানুষের বসার জায়গা করব। সিনেমা দেখার জায়গা করব।"

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মুখ্যমন্ত্রী

5.45 pm: বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই মাজিদ মাজিদির নাম করতে গিয়ে সামান্য হোঁচট খেয়ে সামলে মমতা নিজের ছন্দ ফিরে পেলেন। বিদেশী ডেলিগেশনের সামনেই বললেন, "হলিউডকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বাংলা।"

5.40 pm: ভানু আথাইয়ার নামের উল্লেখও করলেন অমিতাভ। যিনি অস্কারের জন্য মনোনীত হলেও "যোগ্য সম্মান পান নি"। পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, পোস্ট প্রডাকশন, মহিলা সিনেমাটোগ্রাফার - সবার সিনেমার জার্নি নিয়ে কথা বললেন তিনি।

5.35 pm: বাংলা ছবির সংরক্ষণের অভাবের কড়া ভাষায় সমালোচনা করলেন অমিতাভ। এবার রাজ্য সরকারকে ছবি সংরক্ষণের ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানালেন তিনি। বাংলা ও হিন্দি সিনেমার পর্দার নেপথ্যের হিরোদের নিয়ে কথা বললেন তিনি। সুব্রত মিত্র, গুরু দত্ত, রণবীর কাপুর, মৃণাল সেন, কে নেই সেখানে।


5.22 pm: "মমতা দি কথাই শোনেন না," বললেন বিগ বি। তারপর মমতার দিকে তাকিয়ে বললেন, "আর পারব না মা, রক্ষে করুন।"

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: অমিতাভ বচ্চনের হাতে প্রকাশিত হলো সিনেমা ডিরেক্টরি

5.20 pm: অমিতাভ বচ্চনের হাতে প্রকাশিত হল সিনেমা ডিরেক্টরি। কথা বলছেন অমিতাভ বচ্চন। দুটো কথা বাংলায় বলার পরই বললেন, "আবার এসে গেছি।"

5.17 pm: চিৎকারে ট্রেলার দেখার উপায় নেই। কথা বলতে গিয়ে বার বার থামছেন কিং খান। ফ্যানেদের আবদার বলে কথা। ওদিকে মঞ্চে মাজিদির সঙ্গে গল্পে মশগুল মুখ্যমন্ত্রী।

5.15 pm: শাহরুখ নিজের ছবি জিরোর ট্রেলার দেখানোর অনুমতি চাইলেন মমতার কাছে থেকে। দর্শকের অনবরত চিৎকারে মুখরিত স্টেডিয়াম। শাহরুখের আফশোস, গানটাও গাইতে পারবেন না তিনি। সিনিয়র বচ্চন বসে আছেন যে।

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: মঞ্চে শাহরুখ

5.05 pm: উন্মোচিত হল ফেস্টিভাল ব্রশিওর। মঞ্চে শাহরুখ খান। উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে ভালবাসা জানালেন তিনি। তাঁকে দেখামাত্র চিৎকারে ফেটে পড়লেন দর্শক। "মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্মার্ট। আমার আর আমিতাভজির কাছে থেকে আগে থেকে ডেট নিয়ে রাখেন," বললেন কিং খান।

5.00 pm: নন্দিতা দাসকে অভ্যর্থনা জানালেন তনুশ্রী চক্রবর্তী। মাজিদ মাজিদির হাতে সম্মান তুলে দিলেন নুসরত জাহান। মঞ্চে তারকার মেলা। সোহম বরণ করলেন জিল বিলকককে। সাইমন বেকারকে যেন বসিয়েই রাখা হয়েছিল ইন্দ্রাণী হালদারের জন্য।

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: অমিতাভ বচ্চনকে সন্মান প্রদান করলেন দেব

4.55 pm: অমিতাভ বচ্চনকে সম্মান প্রদান করছেন দেব। দেওয়া হল KIFF ট্রফি। শাহরুখ খানকে আপ্যায়ন করলেন মিমি।বাংলা সিনেমার ১০০ বছর পূর্তির উপলক্ষে ট্রফি উন্মোচন। কোয়েল মল্লিক ট্রফি প্রদান করলেন ওয়াহিদা রহমানকে।

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: খোশমেজাজে মুখ্যমন্ত্রী

4.50 pm: অনুষ্ঠানের মূল মঞ্চে হাসিমুখে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে ঊষা উত্থুপ স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তখন গাইছেন, 'কে তুমি, নন্দিনী...'

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: চিরকালের ওয়াহিদা রহমান। ছবি: দেবস্মিতা দাস

4.45 pm: ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে একে একে বক্তব্য রাখলেন ওয়াহিদা রহমান, সৌমিত্র চট্টোপাধ্যায়, জয়া বচ্চন। জয়া প্রথমেই বাংলায় বললেন, "কী বলব? এত গুণীজন বসে আছেন। এই দায়িত্বটা আমি আমার কর্তাকে দিলাম।"

4.40 pm: মঞ্চে তারকাদের মেলা, অপেক্ষা মুখ্যমন্ত্রীর ভাষণের। জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে অনুষ্ঠানে ঢুকছেন অমিতাভ, শাহরুখ।

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: তারকাখচিত মঞ্চ। ছবি: শুভম দত্ত

4.35 pm: রশিদ খানের গান দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। এরপর তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ এবং বিক্রম ঘোষের তবলা, এবং লোপামুদ্রা মিত্রের গান।

4.25 pm: অনুষ্ঠানের একটি ঝলক

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: মঞ্চে সঙ্গীতানুষ্ঠান শুরু। ছবি: দেবস্মিতা দাস

4.15 pm: অনুষ্ঠানের সঞ্চালনায় চূর্ণি গাঙ্গুলি এবং জুন মালিয়া। লোগো উন্মচিত হল বাংলা সিনেমার ১০০ বছর পূর্তির

4.13 pm: এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে গেস্ট কার্ড থাকা সত্ত্বেও জোর করে ব্যালকনিতে বসানো নিয়ে পুলিশের সঙ্গে হালকা বচসা বাঁধে কিছু আমন্ত্রিতের। ওই অতিথিদের অভিযোগ, তাঁদের কাছে ফ্লোর কার্ড থাকা সত্ত্বেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের।

4.08 pm: মঞ্চে ইতিমধ্যেই উপবিষ্ট ঊষা উত্থুপ, রশিদ খান, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বিক্রম ঘোষ, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র

4.00 pm: শুরু হল ২৪তম কলকাতা চলচ্চিত্র উৎসব। একে একে আসতে শুরু করেছেন বিদেশী অতিথিরা। মঞ্চে আসছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান। ঢাকের বাজনা দিয়ে স্বাগত জানানো হল তাঁদের।

publive-image 24th Kolkata International Film Festival opening ceremony live updates: নিরাপত্তার ঘেরাটোপে নেতাজী ইনডোর। ছবি: দেবস্মিতা দাস

২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শর্মিলা ঠাকুর, ওয়াহিদা রহমান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। তাঁদের খাতিরে আজ নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় নেতাজী ইনডোরের চারপাশে।

Cinema Bengali Cinema Kolkata International Film Festival
Advertisment