পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন করা স্কুলের টেক্সট বইয়ে মিলখা সিংয়ের কথা রয়েছে। তবে মিলখা সিংয়ের ছবির জায়গায় রয়েছে ফারহান আখতারের ছবি।
এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খোদ ফারহান আখতার। সরাসরি তৃণমূলের রাজ্যসভার সাংসদকে টুইটে ট্যাগ করলেন তিনি। টুইটে জাভেদ পুত্র বলেন, "টু দ্য মিনিস্টার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল। স্কুল টেক্সট বইয়ে ছাপা মিলখা সিংয়ের ছবিটি স্পষ্টত ভুল। যদি সম্ভব হয় তাহলে প্রকাশকে বইটি প্রত্যাহার করতে বললে ভাল হয়''।
To the Minister of School Education, West Bengal.
There is a glaring error with the image used in one of the school text books to depict Milkha Singh-ji. Could you please request the publisher to recall and replace this book?
Sincerely. @derekobrienmp https://t.co/RV2D3gV5bd— Farhan Akhtar (@FarOutAkhtar) August 19, 2018
প্রায় সঙ্গে সঙ্গেই তাতে সাড়া দেন ডেরেক ও'ব্রায়েন এবং বিষয়টির দ্রুত নিষ্পত্তির আশ্বাসও দেন তিনি। বিষয়টি প্রথম চোখে পড়ে এক টুইটার ব্যবহারকারীর, যাঁর টুইটার হ্যান্ডেলের নাম লাইফ ঘোষ। সেখানে তিনি অভিনেতাকে ট্যাগ করে লিখেছিলেন @ফারআউট আখতার। তারপরেই ঘটে এত কাণ্ড।
On it. Thanks for the feedback.
— Derek O'Brien (@derekobrienmp) August 19, 2018
Appreciate your response. Tagged you since you take education very seriously.
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 19, 2018
image of @FarOutAkhtar is portrayed as milkha singh in west bengal text book. not at all shocked. its became regular incident here @ShefVaidya @ShankhNaad pic.twitter.com/xWfIqtgTWf
— Lyfe Ghosh (@Lyfeghosh) August 18, 2018
তবে ঘটনাটিকে মোটেই হালকাভাবে নেননি নেটিজেনরা। টুইটারে সমালোচনার ঝড় উঠেছে।
Really @theskindoctor13 @Being_Humor @Atheist_Krishna @iAnkurSingh
Next Time Allaudin Khilji as Ranveer and Akbar as Hritik maybe— Rudra (@NeerGopal) August 19, 2018
And Dr. Manmohan Singh as @AnupamPKher
— Asif (@asifdesign) August 19, 2018
@PrakashJavdekar what’s happening to our education system ...
— KishanChawhan™ (@13jancapri) August 19, 2018
This is comedy. Dark comedy. Satirical dark comedy. At first I laughed so hard.. Then I gave it some serious thought.. And then I laughed harder https://t.co/LA4TAZpRL3
— sanket porwal (@sanketporwal) August 19, 2018
প্রসঙ্গত, 'দ্য ফ্লাইং শিখ' নামে পরিচিত মিলখা সিং ১৯৫৮ র কমনওয়েলথ গেমে ইতিহাস তৈরি করেছিলেন। কমনওয়েলথে ভারতীয় হিসাবে প্রথম সোনা পেয়েছিলেন তিনি। আর এই মিলখা সিংয়ের জীবনকাহিনি নিয়েই রাকেশ ওমপ্রকাশ মেহেরা তৈরি করেছিলেন 'ভাগ মিলখা ভাগ' ছবিটি। যেখানে মিলখার ভূমিকায় দেখা গিয়েছিল ফারহান আখতারকে। আর এই স্কুলের টেক্সট বুকেও সেই ছবিই দিয়েছেন প্রকাশকরা।