Advertisment

খালি পেটে একমাত্র গোমুত্র খেলেই মিলবে রেহাই, বিজেপি বিধায়কের কোভিড দাওয়াই

কোভিডের দ্বিতীয় ঢেউ-তে বেসামাল ভারত। নাজেহাল দেশবাসী। এই পরিস্থিতিতে করোনা রুখতে ফের শিরোনামে গোমুত্রের দাওয়াই।

author-image
IE Bangla Web Desk
New Update
cow urine Surendra Singh

কোভিডের দ্বিতীয় ঢেউ-তে বেসামাল ভারত। নাজেহাল দেশবাসী। এই পরিস্থিতিতে করোনা রুখতে ফের শিরোনামে গোমুত্রের দাওয়াই। খালি পেটে গোমুত্র পান করলে করোনা থেকে রেহাই নিশ্চিত বলে দাবি উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। শুধু দাওয়াই বাতলেই খান্ত হননি তিনি, কিভাবে দেশবাসী ওই দাওয়াই নেবেন তার উপর একটি ভিডিও তৈরি করে বাজারে ছেড়েছেন সুরেন্দ্র। যা ইতিমধ্যেই ভাইরাল।

Advertisment

ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, রামদেবের সংস্থা পতঞ্জলির গোমুত্র নমিয়ে বলে রয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর পরামর্শ, পতঞ্জলির গোমুত্র ৫০ এমএল ঠান্ডা জলে মিশিয়ে পান করতে হবে। প্রত্যেক দিন সকালে খালি পেটে গোমুত্র পান করতে হবে। এতেই ব্যক্তির শরীরে স্বাভাবিকভাবে করোনা প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে।

বিজেপি বিধায়কের দাবি, গোমুত্র পান করেই এখনও পর্যন্ত করোনাকে ঠেকাতে পেরেছেন তিনি। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দিনে প্রায় ১৮ ঘন্টা মানুষের মাঝে থাকলেও মারণ ভাইরাস তাঁকে ছুঁতে পারেনি। যোগীর রাজ্যের বালিয়ার বিধায়কের সাফ কথা, 'বিজ্ঞানীরা বিশ্বাস করন, বা না করুন, স্থান-কাল নির্বিশেষে গোমুত্রই একমাত্র করোনাকে ঠেকাতে পারে।'

সুরেন্দর দাবি, কোভিডের সামনে সব বৈজ্ঞানিক জ্ঞান ধরাশায়ী। হাজারে হাজারে মানুষের প্রাণ যাচ্ছে করোনায়। এই অবস্থায়, ভগবানে আস্থা রেখে আগের প্রজন্মের তৈরি দাওয়াইতেই ভরসা রাখা ভালো।

এই প্রথম নয়, এর আগেই করোনা রুখতে গোমুত্র পানের দাওয়াই দিয়েছিলেন একাধিক বিজেপি নেতা। আবার কেউ বলেছিলেন কেউ দাবি করছেন আধঘণ্টা রোদে বসলে করোনা সেরে যাবে । এমনকী কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেছিলেন যে, ভাবিজি পাঁপড় খেলেই আটকাবে করোনা ভাইরাস। করোনার দ্বিয়ী ঢেউতেও সেই আজগুবি ধারণা অব্যাহত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp uttar pradesh Corona India
Advertisment