বিরাট ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়ালকে গ্রেফতার করেছে ইডি। জালিয়াতির পরিমাণ প্রায় ৫৩৮ কোটি টাকা। ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় এবার ইডির বড় পদক্ষেপ, কানাড়া ব্যাঙ্ক এফআইআর দায়ের করার পর ইডি জেট এয়ারওয়েজের কর্ণধারকে গ্রেফতার করেছে।
এফআইআর অনুসারে, নরেশ গোয়ালকে ৮৪৮.৮৬ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। এর মধ্যে ৫৩২.৬২ কোটি টাকা এখনও বকেয়া রয়ে গিয়েছে। এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের প্রতিষ্ঠাতা নরেশ গোয়ালকে 'মানি লন্ডারিং' মামলায় গ্রেফতার করেছে৷
নরেশ গোয়েলের বিরুদ্ধে মোট ৫৩৮ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। ৭৪ বছর বয়সী গয়ালকে শনিবার (২ সেপ্টেম্বর) বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হবে। ইডি শুক্রবার নরেশ গোয়েলকে জিজ্ঞাসাবাদের ডাকে । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুবার ইডি-র হাজিরা এড়িয়েছিলেন তিনি।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ২০২৩ সালের মে মাসে এই মর্মে একটি মামলা দায়ের করে। এ নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। নরেশ গোয়েলের স্ত্রী অনিতা, জেট এয়ারওয়েজের প্রাক্তন ডিরেক্টর গৌরাঙ্গ আনন্দ শেঠি এবং আরও কয়েকজনকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।