Advertisment

IIT Bombay: নাটকে রাম-সীতাকে নিয়ে মজা! ছাত্রের মাথায় কঠিন শাস্তির খাঁড়া, জরিমানা বাবদ ধার্য্য লক্ষ লক্ষ টাকা

ছাত্রদের একাংশের অভিযোগ করেছেন যে এই নাটকে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর বার্তা এবং রাম ও সীতার প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাত শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IIT Bombay fines students up to Rs 1.2 lakh for ‘derogatory’ play on Ram, Sita

2025 সালে বৈশ্বিক QS র‍্যাঙ্কিংয়ে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বোচ্চ স্থান, IIT Bombay 4 জুন ছাত্রকে 'দণ্ড' নোটিশ জারি করেছে।

IIT Bombay: নাটকে রাম ও সীতাকে নিয়ে মজা! এবার এই কঠিন শাস্তি দিল IIT Bombay, জরিমানা বাবদ দিতে হবে লক্ষ লক্ষ টাকা।

Advertisment

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বোম্বে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত ইনস্টিটিউটের পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল চলাকালীন 'রাহোবন' নামে একটি নাটকে অংশ নেওয়া এক ছাত্রকে ১.২ লাখ টাকা জরিমানা করেছে। যা একটি সেমিস্টারের ফি এর সমান। রামায়ণকে কেন্দ্র করে এই নাটকটিকে কেন্দ্র করে ছাত্রদের একাংশের অভিযোগ করেছেন যে এই নাটকে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর বার্তা এবং রাম ও সীতার প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাত শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

আইআইটি বোম্বে-এর মুখপাত্র এই পুরো বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। IIT Bombay ৪ জুন ওই ছাত্রকে 'জরিমানা' বাবদ একটি নোটিশ জারি করেছে। এর আগে গত ৮ মে নাটক নিয়ে অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির বৈঠক ডাকা হয়। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেন এবং আলোচনার ভিত্তিতে কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১.২০ লক্ষ টাকা জরিমানা ২০ জুলাইয়ের মধ্যে ওই ছাত্রকে স্টুডেন্ট ডিনের অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন : < NEET-UG controversy: বিরোধীদের চাপ, একের পর এক পরীক্ষায় অনিয়মের অভিযোগ, NEET-UG বিতর্কে সতর্ক অমিত শাহ >

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ 'আইআইটি বি ফর ইন্ডিয়া' নোটিশটি পোস্ট করেছে। যা IIT Bombay ক্যাম্পাসের একটি গ্রুপ এবং ভারতীয় সভ্যতার মূল্যবোধ বজায় রাখার দাবি করে। দলটি এর আগে নাটকটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ইনস্টিটিউটের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। গ্রুপের পোস্টে লেখা ছিল এই নাটকে রামায়ণকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে। এবং বলা হয়েছে ছাত্ররা শিক্ষার স্বাধীনতার অপব্যবহার করে ভগবান রাম, মা সীতা ও লক্ষ্মণকে নিয়ে উপহাস করেছেন। যে সকল ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এবিষয়ে কিছু বলতে রাজি হননি।

Ramayan IIT Bombay
Advertisment