Advertisment

ফের দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছাড়াল, করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ

দক্ষিণ আফ্রিকা-সহ বৎসোয়ানা এবং হংকংয়ে করোনার নয়া প্রজাতির হদিশ মিলেছে। নতুন প্রজাতির এই ভাইরাস অত্যন্ত শক্তিশালী।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 6,650 new COVID19 cases 24 december 2021

দৈনিক সংক্রমণ কমলেও ঘুম কাড়ছে ডেল্টা।

আবারও ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে হাজারেরও বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় কাবু হলেন। উদ্বেগ বাড়িয়ে এদিন বেড়েছে মৃত্যু। একদিনে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও ঊর্ধ্বমুখী। এই আবহেই চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। করোনার দক্ষিণ আফ্রিকার এই ভ্যারিয়েন্ট অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যেই প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনার নতুন এই ধরন নিয়ে সতর্কবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

Advertisment

দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। ফের দৈনিক সংক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৪৮৮। এখনও পর্যন্ত করোনায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৭ হাজার ৪৬৮ জন। করোনাকে জয় করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬৮ জন। গতকালের চেয়ে এদিন বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ১৩৩।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক এখনও যায়নি। এই আবহে এবার কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেন। করোনার নয়া এই প্রজাতি অত্যন্ত শক্তিশালী। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই স্ট্রেনের হানায় কাবু ৬ জন। হংকংয়ে এখনও পর্যন্ত একজনের শরীরে করোনার নতুন এই প্রজাতির হদিশ মিলেছে। বৎসোয়ানাতেও একজন করোনার নয়া প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন- এবার আরও শক্তিশালী করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের হদিশ, উদ্বেগ ভারতেও

এদিকে, অত্যন্ত শক্তিশালী করোনার এই নয়া ধরন নিয়ে সাবধানী ভারতও। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে সতর্কবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এই দেশগুলি থেকে আসা নাগরিকদের উপর বিশেষ নজরদারি রাখতে বলেছেন তিনি।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus New Strain health Ministry Coronavirus India
Advertisment