ওমিক্রনের চোখরাঙানির মাঝেও দেশে বড়সড় করোনা-স্বস্তি। ৭ হাজারের নীচে নেমে গেল দৈনিক সংক্রমণ। সংক্রমণ কমার পাশাপাশি স্বস্তি অ্যাক্টিভ কেসেও। গত ৫৫৪ দিনের মধ্যে আজই সর্বনিম্ন করোনা সক্রিয় রোগীর সংখ্যা দেশে। একইসঙ্গে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪ জন করোনামুক্ত হয়েছেন।
করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক দেশজুড়ে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ওমিক্রণ আক্রান্তের হদিশ মিলেছে। করোনার নয়া প্রজাতির এই ভাইরাসের মোকাবিলায় রাজ্যে-রাজ্যে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বিশেষ গাইডলাইনও পাঠানো হয়েছে। এছাড়াও একাধিক রাজ্য নিজেদের মতো করেও ওমিক্রন মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে।
এই আবহে এদিন বড়াসড় স্বস্তি স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। আক্রান্তের দৈনিক এই পরিসংখ্যান গত ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। একদিনে দেশে করোনার বলি আরও ২২০। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জন।
এরই পাশাপাশি গত ৫৫৪ দিনের মধ্যে আজই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯৫ হাজার ১৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৬১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। অন্যদিকে, টিকাকরণকে হাতিয়ার করেই ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।
রাজ্যে-রাজ্যে টিকাকরণের গতি বাড়ানোর প্রচেষ্টা জারি। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও টিকাকরণে আরও বেশি জোর দেওয়া নিয়ে রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১২৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গতকালই করোনার টিকা পেয়েছেন ৭৯ লক্ষের বেশি মানুষ।