সপ্তাহের প্রথম দিনেই করোনা-স্বস্তি। একধাক্কায় অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। তবে দেশে করোনায় মৃত্যু হার ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ন'শোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
লাগাতার বেশ কয়েকদিন ধরেই দেশের কোভিড-গ্রাফ নিম্নমুখী। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই পরিসংখ্যান ছিল ২ লক্ষ ৩৪ হাজারের বেশি। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৯৫৯ জনের। গতকাল এই পরিসংখ্যান ছিল ৮৯৩।
এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮। দৈনিক সংক্রমণের হার ১৫.৭৭ শতাংশ। করোনায় দেশে সুস্থতার হার বর্তমানে ৯৪.৩৭ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে ১৬৬ কোটি ৩ লক্ষ ৯৬ হাজার ২২৭টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই দেশের সংক্রমণ পরিস্থিতির উন্নতি চোখে পড়ছে। প্রতিদিন কমছে সংক্রমিতের সংখ্যা। ভারত সংক্রমণের নতুন ঢেউয়ের মোকাবিলায় সাফল্যের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রবিবার বলেন, ''এখন করোনায় সংক্রমিতের সংখ্যা কমতে শুরু করেছে। এটা খুবই ইতিবাচক লক্ষণ।''
'মন কি বাত' অনুষ্ঠানে গতকাল প্রধানমন্ত্রী টিকাকরণে যুক্ত সব স্বাস্থ্যকর্মীদের আরও একবার অভিনন্দন জানিয়েছেন। দেশের যোগ্য জনসংখ্যার ৭৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলেও গতকাল জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ, দেশবাসীকে শুভেচ্ছা মোদীর
প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ, দেশবাসীকে শুভেচ্ছা মোদীর
এদিকে, দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ কমলেও উদ্বেগ এখনও যায়নি। বিশেষ করে দক্ষিণের রাজ্য কেরল, কর্নাটক, তামিলনাড়ুর সংক্রমণ পরিস্থিতি এখনও বিপজ্জনক জায়গায় রয়েছে।
কেরলে গত কয়েকদিন ধরে ৫০ হাজারের বেশি মানুষ প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণে লাগাম পরাতে বিধি-নিষেধ আরোপ করলেও সুরাহা মিলছে না। স্বাস্থ্যমমন্ত্রকের কর্তারাও নিয়মিত কেরল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
Read story in English