তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যাকে গতকাল টানা ৯ ঘন্টা জেরা করে ইডি। ফের ১৬ই মার্চ তাকে তলব করা হয়েছে। দিল্লির মদ কেলঙ্কারির ঘটনায় শনিবার ইডি কবিতাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। ম্যারাথন জেরার পর কবিতা হায়দ্রাবাদ ফিরে গিয়েছেন। আগামী ১৬ মার্চ ফের তাঁকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কবিতাকে হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। দিল্লি মদ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই পিল্লাইকে গ্রেফতার করা হয়েছে। তাকে 'সাউথ গ্রুপ'-এর ফ্রন্টম্যান বলে উল্লেখ করেছে ইডি। সূত্রের খবর এদিন মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে কবিতার বক্তব্য রেকর্ড করা হয়েছে।
কবিতা ইডি অফিসে পৌঁছানোর আগে, কেসিআর এক বিবৃতিতে বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে ইডি তাঁর মেয়েকে গ্রেফতার করতে পারে। তিনি তাঁর ছেলে কেটিআর এবং তেলেঙ্গানা সরকারের মন্ত্রী টি হরিশ রাওকে দিল্লিতে পাঠান। অন্যদিকে, কবিতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ সামনে আনেন।
গতকাল দিল্লিতে তার বাবার সরকারি বাসভবন থেকে ইডি অফিসে যাওয়ার আগে সেখানে সমর্থকদের ভিড় জমে যায়। সকাল ১১টা নাগাদ তিনি ইডি অফিসে পৌঁছান। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক দলীয় কর্মী জড়ো হয়েছিলেন। ভিড় নিয়ন্ত্রণে অফিসের বাইরে মোতায়েন ছিল দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীরা।
লড়াই দিল্লিতে নিয়ে যাবে: কেসিআর
সন্ধ্যায় দলীয় বৈঠকে কেসিআর বলেন, ‘জিজ্ঞাসাবাদের পর কবিতাকে গ্রেফতার করতে পারে ইডি। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেসিআর মনে করছেন যে বিজেপি তাঁর দলকে ভয় দেখানোর জন্য কবিতাকে গ্রেফতার করার পন্থা অবলম্বন করতে পারে। তিনি বলেন এই লড়াইয়ে তিনি কোনভাবেই পিছপা হবেন না এবং এই লড়াইকে দিল্লিতে নিয়ে যাবেন।
মঙ্গলবার, দিল্লির একটি আদালত হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অরুণকে কবিতার ঘনিষ্ঠ মনে করছেন ইডি আধিকারিকরা। পিল্লাইয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি মদ কেলেঙ্কারিতে আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা পাঠিয়েছিলেন।