কুনো ন্যাশনাল পার্কে আরও এক চিতার মৃত্যু! এই নিয়ে মাত্র একমাসের ব্যবধানে ২টি চিতার মৃত্যু নিয়ে কপালে ঘাম ঝরেছে কর্তৃপক্ষের। মৃত চিতার নাম উদয়, দক্ষিণ আফ্রিকা থেকে উদয়কে কুনো ন্যাশানাল পার্কে আনা হয়েছিল।
কুনো জাতীয় উদ্যানে আরও একটি চিতার মৃত্যু হয়েছে। পুরুষ চিতা 'উদয়কে' দক্ষিণ আফ্রিকা থেকে এনে কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। উদয়ের মৃত্যুর পর কুনো জাতীয় উদ্যানে মোট চিতার সংখ্যা এখন ১৮-তে নেমে এসেছে। 'অসুস্থতা'র কারণেই উদয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে কর্তৃপক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত ২০টি চিতার মধ্যে দুটি মারা গেছে। ১২টি চিতাকে একটি বিশেষ বিমানবাহিনীর বিমানে ভারতে আনা হয়েছিল।
ভারতে চিতা প্রকল্প প্রধান এসপি যাদবের মতে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি চুক্তির আওতায় চিতাগুলিকে ভারতে আনা হয়েছিল। কুনো ন্যাশনাল পার্কে আনার পর চিতাদের এক মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কুনো জাতীয় উদ্যানে চিতা অবমুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, নরেন্দ্র সিং তোমর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রধানমন্ত্রী মোদী তার জন্মদিনে ১৭ই সেপ্টেম্বর, ২০২২-এ নামিবিয়া থেকে আনা ৮টি চিতা কুনো ন্যাশনাল পার্কে ছাড়েন।
'উদয়' আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে
গত বছরের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। আটটি চিতার মধ্যে পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতার মধ্যে সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা চিতা আনার পর কুনো ন্যাশনাল পার্কে মোট চিতার সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়ায়। কিছু দিনের ব্যবধানে দুটি চিতার মৃত্যুর পর এখন সংখ্যা নেমে এসেছে ১৮-এ। এর আগে নামিবিয়া থেকে আনা পাঁচ বছর বয়সী মহিলা চিতা 'শাশা'র মৃত্যু হয়। জানা গিয়েছে কিডনিতে সংক্রমণের কারণেই ওই মহিলা চিতার মৃত্যু হয়।