Advertisment

চিদাম্বরমের জিজ্ঞাসাবাদ হোক তিহার জেলেই, ইডি'কে নির্দেশ আদালতের

এই একই মামলায় সুপ্রিম কোর্টের কাছে জামিনের আবেদন জানিয়ে চিদাম্বরম দাবি করেছেন যে তাঁকে স্রেফ অপমান করার জন্যই জেলবন্দি করে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই

author-image
IE Bangla Web Desk
New Update
Chidambaram, চিদাম্বরম

পি চিদাম্বরম। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আইএনএক্স মিডিয়া অর্থ পাচার মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে তিহার জেলেই বুধবার জিজ্ঞাসাবাদ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), এবং প্রয়োজনে গ্রেফতারও। এই মর্মে আজ, মঙ্গলবার, নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত, জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। এই আবেদনের রায়দান সোমবার মুলতুবি রাখে আদালত।

Advertisment

রায়দানের পর ইডি'র তরফে আদালতের কাছে আবেদন জানানো হয় যেন রাউস অ্যাভিনিউয়ের আদালত চত্বরেরই নির্দিষ্ট একটি স্থানে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু জবাবে ইডি-কে আদালত জানায় "এখানে আপনাদের প্রকাশ্য জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারি এই ব্যক্তির মর্যাদার সঙ্গে বেমানান"।

এদিকে এই একই মামলায় সুপ্রিম কোর্টের কাছে জামিনের আবেদন জানিয়ে চিদাম্বরম দাবি করেছেন যে তাঁকে স্রেফ অপমান করার জন্যই জেলবন্দি করে রেখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

এই মামলায় চিদাম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, সেই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়ে তাঁর পক্ষের দুই বর্ষীয়ান উকিল কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানিয়েছেন যে, এই মামলায় কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করেছেন চিদাম্বরম বা তাঁর পরিবার, এমন অভিযোগ নেই। দুর্নীতি সংক্রান্ত এই মামলায় কারোর কোনও আর্থিক ক্ষতি অথবা টাকা পাচারের অভিযোগও অস্বীকার করেছেন তাঁরা।

গত ৩০ সেপ্টেম্বর চিদাম্বরমের জামিন নামঞ্জুর করার দিল্লি হাই কোর্টের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সিবাল এবং সাংভি। এই সিদ্ধান্তের মূলে ছিল তিনটি বিষয় - ফ্লাইট রিস্ক, তথ্যপ্রমাণ লোপাট, এবং সাক্ষীদের প্রভাবিত করা।

সিবিআই-এর তরফে বুধবার আদালতে নিজের বক্তব্য পেশ করবেন সলিসিটর-জেনারেল তুষার মেহতা।

অন্যদিকে, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অস্বস্তি বেড়েছে চিদাম্বরমের। এ মামলায় গত ১১ অক্টোবর চিদাম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদাম্বরমকে নোটিস জারি করে দিল্লি হাইকোর্ট। এর আগে চিদাম্বরম এবং কার্তির আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছিল আদালত। সেই আগাম জামিন খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিশ দেওয়া হয় বলে জানা যায়। এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ নভেম্বর।

P Chidambaram Enforcement Directorate cbi
Advertisment