Advertisment

দু’মাস পর ফের দাম বাড়ল পেট্রোলের

দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে পেট্রোলের দাম বাড়লেও কলকাতায় সস্তা হয়েছে। বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৩.২৮ টাকা। এদিন তা ৯০ পয়সা কমে দাম দাঁড়িয়েছে ৭২.৩৮ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol price, পেট্রোলের দাম

বৃহস্পতিবার দেশের কয়েকটি শহরে ফের বাড়ল পেট্রোলের দাম। প্রতীকী ছবি।

দু’মাসের বিরতি কাটিয়ে ফের দামী হল পেট্রোল। বৃহস্পতিবার দেশের কয়েকটি শহরে ফের বাড়ল পেট্রোলের দাম। যদিও সামান্য হারেই পেট্রোলের দাম বেড়েছে। ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর এই প্রথমবার মহার্ঘ হল পেট্রোল।

Advertisment

ইন্ডিয়ান অয়েলের তথ্যানুযায়ী, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭০.২৯ টাকা। বুধবার রাজধানীতে লিটার প্রতি ৭০.২০ টাকায় পেট্রোল কিনেছেন ক্রেতারা। দিল্লির পাশাপাশি মুম্বই ও চেন্নাইয়েও দাম বেড়েছে পেট্রোলের। বাণিজ্যনগরীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১১ পয়সা। অন্যদিকে, চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১৩ পয়সা।

দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে পেট্রোলের দাম বাড়লেও কলকাতায় সস্তা হয়েছে। বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৩.২৮ টাকা। এদিন তা ৯০ পয়সা কমে দাম দাঁড়িয়েছে ৭২.৩৮ টাকা।

আরও পড়ুন, #Me Too: যৌন হেনস্থার দায়ে আকবর ও তেজপালকে সাসপেন্ড করল এডিটর্স গিল্ড

অন্যদিকে, ডিজেলের দামের খুব একটা হেরফের হয়নি। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম একই রয়েছে। রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম ৬৪.৬৬ টাকা। চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৬৭.৬৬ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৬৮.২৬ টাকা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ৬৬.৪০ টাকা।

উল্লেখ্য, গত কয়েকমাসে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামবৃদ্ধির জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। জ্বালানির দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সরব হয় বিরোধী দলগুলি। জ্বালানির দামবৃদ্ধি নিয়ে এ রাজ্যে বাংলা বনধ ডাকে বিরোধীরা। পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে মোদীবাহিনীর বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। গত ১০ সেপ্টেম্বর এই ইস্যুতে ভারত বনধের ডাক দেয় কংগ্রেস। যে বনধকে সমর্থন জানিয়েছিল কয়েকটি বিরোধী দলও।

Petrol petrol diesel price
Advertisment