Advertisment

ভারতের ইতিহাসকে সংকীর্ণ দৃষ্টিতে দেখা বদলানো দরকার, 'বীর বাল দিবসে' সওয়াল মোদীর

দীর্ঘদিন ধরেই সংঘ পরিবার দেশের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর দাবি জানাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court dismisses plea challenging delimitation in Jammu and Kashmir

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের ইতিহাসকে এতদিন যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, এবার তা বদলানো দরকার। দেশের উন্নতির জন্যই তা করা প্রয়োজন। সোমবার দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলে জোরাওয়ার ও ফতেহ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘ পরিবার দীর্ঘদিন ধরেই দেশের ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর পক্ষে সওয়াল করে চলেছে। সেই সওয়ালের ওপর কার্যত জোর দিয়ে সোমবার প্রধানমন্ত্রী দেশের ইতিহাসকে নিয়ে এতদিনের ব্যাখ্যাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মোদীর মতে, এতদিন যেভাবে ভারতের ইতিহাসকে দেখা হয়েছে, তাতে দেশের উন্নতি সম্ভব না। সেই ধ্যান-ধারণা থেকে এবার বেরিয়ে আসার সময় এসেছে।

Advertisment

এবারই প্রথম দেশে 'বীর বাল দিবস' পালিত হল। এই উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলের প্রসঙ্গ তুলে মোদী বলেন, 'দেশের আত্মসম্মানের জন্য এই আত্মত্যাগ দেশবাসী সর্বদা মনে রাখবে। বীর বাল দিবস আমাদের মনে করিয়ে দেয় সাহসিকতা প্রদর্শনের ক্ষেত্রে বয়স কখনও বাঁধা হয়ে দাঁড়ায় না।' এর আগে সকালে মোদী বীর বাল দিবস উপলক্ষে এক টুইট বার্তায় লেখেন, ‘বীর বাল দিবসে আমরা গোবিন্দ সিংয়ের দুই ছেলে জ়োরাওয়ার সিং ও ফতেহ সিং এবং মাতা গুজরিজির সাহসিকতাকে স্মরণ করছি। গুরু গোবিন্দ সিংয়ের সাহসিকতাকেও স্মরণ করছি।’

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বীর বাল দিবস আমাদের অতীতকে চিনতে এবং ভবিষ্যতকে অনুধাবন করতে বিশেষ ভাবে সাহায্য করবে। আমি ভাগ্যবান আজ ২৬ ডিসেম্বর আমি এই দিনটিকে বীর বাল দিবস হিসেবে ঘোষণা করার সুযোগ পেয়েছি। ভারতের তরুণ প্রজন্মও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেছে।'

প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে আরও বলেন যে, 'শিখ গুরুর এই ঐতিহ্য কেবল বিশ্বাসের প্রতীক নয়, এটি জাতির গর্বেরও প্রতীক। আমাদের গুরুরা সর্বদা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটি ভারতের প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।' প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে ভারতকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে হলে অতীতের সংকীর্ণ মনোভাব থেকে মুক্ত হতে হবে। তাই স্বাধীনতার অমৃতকাল উপলক্ষ্যে দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেতে স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।'

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, এটা তাঁদের জন্য আনন্দের বিষয় যে স্বাধীনতার ৭৫ বছর পর এমন একজন প্রধানমন্ত্রী এসেছেন, যিনি গুরু গোবিন্দ সিংয়ের সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সাহেবজাদা বাবা জোরওয়ার সিং জি ও সাহেবজাদা বাবা ফতেহ সিং জি-র আত্মত্যাগকে আজ সম্মান জানানো হচ্ছে। আগামী বছর থেকে এই দিনটিকে ন্যাশনাল হলিডে ঘোষণা করা উচিত।'

Punjab modi Guru Govind Singh
Advertisment