Advertisment

Indian Navy: ৪০ ঘন্টার বিশেষ অপারেশন, সাগরে নৌবাহিনীর শক্তি দেখে স্তম্ভিত বিশ্ব, আটক ৩৫ জলদস্যু

সাগরে আবারও শক্তি দেখালো ভারতীয় নৌবাহিনী। ঘণ্টাব্যাপী চলা অভিযান, জালে ৩৫ জন জলদস্যু।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Navy Red Sea rescue

X-তে ভারতীয় নৌবাহিনীর দ্বারা শেয়ার করা ছবিগুলিতে শনিবার ছিনতাই হওয়া জাহাজের প্রাক্তন এমভি রুয়েনটিতে থাকা লোকজনকে দেখা যাচ্ছে৷

INS Kolkata News: সাগরে আবারও শক্তি দেখালো ভারতীয় নৌবাহিনী। ঘণ্টাব্যাপী চলা অভিযান, জালে ৩৫ জন জলদস্যু। নৌবাহিনীর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisment

আরব সাগরে টান টান উত্তেজনার মাঝে ৩৫ জলদস্যুকে কাবু করে তাদের হেফাজতে নিল ভারতীয় নৌবাহিনী। যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার আরব সাগরে ৩৫ জন জলদস্যুকে আটক করেছে। জলদস্যুদের হেফাজতে নেওয়ার পর, আইএনএস কলকাতা বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েনের ১৭ জন ক্রু মেম্বারকেও উদ্ধার করে। ভারতীয় নৌবাহিনীর এক আধিকারিক বলেছেন যে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে প্রায় ৪০ ঘন্টা ধরে চলা অপারেশনের পর জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে।

সাহায্যের বার্তা পেয়েই এগিয়ে যায় ভারতীয় নৌসেনা। ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে ওই জলদস্যুদের দখল করা জাহাজকে আটকায় আইএনএস কলকাতা। এরপরে শুরু হয় অভিযান। ছিনতাইকৃত পণ্যবাহী জাহাজ এমভি রুয়েনকে থামিয়ে দেয় নৌবাহিনী। জাহাজে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা নৌবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। দীর্ঘ অভিযানের পর নৌবাহিনী ৩৫ জন জলদস্যুকে তাদের হেফাজতে নেয়। ভারতীয় নৌসেনার ড্রোন, হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজ থেকে বন্দি হয়ে থাকা ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করা করে।

ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জলদস্যুরা যে জাহাজটি ছিনতাই করেছিল তাদের বেশিরভাগই অ্যাঙ্গোলা, মায়ানমার এবং বারমুডার নাগরিক ছিল। এই সপ্তাহে, সোমালি জলদস্যুরা বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ দখলের চেষ্টা করে।

অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিং

ভারতীয় নৌবাহিনীকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, “ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। আমি ভারতীয় নৌবাহিনীকে দৃঢ় সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য অভিনন্দন জানাই।"

Indian Navy
Advertisment