Advertisment

মঙ্গলে পাওয়া গেল ২০ কিলোমিটারের ভূগর্ভস্থ হ্রদ

Chandra Grahan 27 July Time: ২০ কিমি জায়গা জুড়ে এক কিলোমিটার গভীরে লাল গ্রহে পাওয়া গেছে জল। মঙ্গল গ্রহের সাউথ পোলে থাকতে পারে বরফে ঢাকা মেরু অঞ্চল।

author-image
IE Bangla Web Desk
New Update
২৭ জুলাই দীর্ঘসময়ের জন্য কেন হবে চন্দ্রগ্রহণ?

mars close to earth in 15 years: পৃথিবী থেকে ৫৭.৬ মিলিয়ান কিমি দুরত্বে ছিল মঙ্গল গ্রহ।

Lunar Eclipse Time In India: মঙ্গলগ্রহে জল আছে সে তথ্য সবারই জানা। কিন্তু জানেন কি, ২০ কিমি এলাকা জুড়ে রয়েছে ভূগর্ভস্থ হ্রদ? প্রাথমিক গবেষণা অনুযায়ী অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল যে মঙ্গলে রয়েছে তরল পদার্থ। সম্ভাবনা ছিল জল থাকারও। জল থাকা মানেই মঙ্গলগ্রহে প্রাণ থাকার প্রবল সম্ভাবনা আছে বলে ধারণা করা হয়। এবার সেই ধারণাতেই শান দিলেন বিজ্ঞানীরা।

Advertisment

আরও পড়ুন: এগিয়ে আসছে মঙ্গলগ্রহ, মুখ ঢাকবেন চাঁদমামা

Daily Mail এর রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ কিমি জায়গা জুড়ে এক কিলোমিটার গভীরে লাল গ্রহে পাওয়া গেছে জল। এদিকে মঙ্গল গ্রহের সাউথ পোলে থাকতে পারে বরফে ঢাকা মেরু অঞ্চল। তবে ওই হ্রদের উষ্ণতা বর্তমানে -৬৮ ডিগ্রী সেলসিয়াস। বিজ্ঞানীদের মতে ওই এলাকার জল লবনাক্ত হতে পারে। এই মূহুর্তে, মঙ্গলে "Advanced radar for subsurface and Ionosphere sounding" মেশিন বসানো আছে। যা দিয়ে গ্রহের ভূতলের পরিস্থিতি খতিয়ে দেখতে চলছে গবেষণা।

Chandra Grahan, Lunar Eclipse 27 July Time in India

মঙ্গলগ্রহে ভূগর্ভস্থ হ্রদের উপস্থিতি আবিষ্কারের পিছনে রয়েছেন ইতালীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স (INAF) এ বিজ্ঞানীরা।

ইতিমধ্যে কার্বন যৌগ এবং খনিজ পদার্থ মঙ্গলগ্রহের মাটিতে খুঁজে পাওয়া গেছে। স্পষ্টতই, পৃথিবী ছাড়া অন্য আরেক গ্রহে রয়েছে প্রাণ।

তবে অধ্যাপক রবার্তো অরোসী জানিয়েছেন, এই হ্রদটি অতটাও বড়ো নয়, প্রাথমিক ভাবে বরফ গলা জল হিসাবেও সন্দেহ করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, গবেষকরা পৃথিবীর পৃষ্ঠতল এবং ভূমির উপরের তল পরীক্ষা করতে মঙ্গলে যে যন্ত্রটি ব্যবহার করেছেন, সেই ডিভাইসটি এখনও 'রেডিও তরঙ্গ' আকারে ছবি এবং তথ্য পাঠাতে সক্ষম।

প্রসঙ্গত, পৃথিবীর অনেকটাই কাছে এগিয়ে আসছে মঙ্গলগ্রহ। দিনটি ২৭ জুলাই। বহু বছর পর ২০০৩ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল মঙ্গলগ্রহকে। দীর্ঘ ১৫ বছর পর পৃথিবীর সবচেয়ে নিকটতম দূরত্বে দেখা যাবে মঙ্গলকে। দৃশ্যমান থাকবে ৩১ জুলাই অবধি।

Life on Mars
Advertisment