Advertisment

নেদারল্যান্ডের ট্রামে বন্দুক হামলা, মৃত এক, আহত বেশ কয়েকজন

এটি সন্ত্রাসবাদী ঘটনা কিনা, খতিয়ে দেখছে পুলিশ। দেশটির পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, একটি ট্রামে বেশ কয়েক দফা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে একটি ট্রামে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত অনেক। বন্দুকধারীর গুলিতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বেশকিছু গণমাধ্যম বলছে, গুলিতে জখম কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, ফের পাক গোলাবর্ষণ, নিহত ভারতীয় জওয়ান

ইউট্রেখটের পুলিশ বলছে, ‘সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে  ঘটনাটি ঘটেছে। পুলিশের আপতকালীন পরিষেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন।  ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও দেখা গেছে বলে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।

এটি সন্ত্রাসবাদী ঘটনা কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

নেদারল্যান্ডের ডাচ প্রদেশের পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, একটি ট্রামে বেশ কয়েক দফা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Read the full story in English

International news
Advertisment