Advertisment

দাঙ্গার অপরাধে সাজাপ্রাপ্তদের জামিন দিল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত বলেছে, একটি গোষ্ঠীকে ইন্দোরে পাঠানো হবে, অন্য গোষ্ঠীকে পাঠানো হবে জব্বলপুরে। এদের সপ্তাহে ৬ ঘণ্টা করে সামাজিক কাজ করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court Gujarat Riot

গুজরাট দাঙ্গায় শাস্তিপ্রাপ্ত ১৭ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের গোধরা পরবর্তী এই দাঙ্গায় গুজরাটের সদরপুরায় ৩৩ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। প্রধান বিচারপতি এস এ বোবডে, বিচারপতি বি আর গভাই এবং সুর্যকান্তকে নিয়ে গঠিত এক বেঞ্চ সাজাপ্রাপ্ত আসামীদের জামিন দিয়ে মধ্য প্রদেশে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেখানে এই অপরাধীদের সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে বলা হয়েছে।

Advertisment

এই অপরাধীদের সদরপুরা দাঙ্গা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এঁরা গুজরাট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবাদেন করেছিলেন।

১৭ জনকে দুটি দলে ভাগ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, একটি গোষ্ঠীকে ইন্দোরে পাঠানো হবে, অন্য গোষ্ঠীকে পাঠানো হবে জব্বলপুরে। এদের সপ্তাহে ৬ ঘণ্টা করে সামাজিক কাজ করতে হবে। এ ছাড়া জামিনের শর্ত অনুসারে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে সপ্তাহে একবার করে।

সুপ্রিম কোর্ট ইন্দোর ও জব্বলপুরের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যাতে সাজাপ্রাপ্তরা জামিনের শর্তাবলী কঠোরভাবে মেনে চলে তা দেখভাল করতে।  দিল্লি আইন পরিষেবা কর্তৃপক্ষকে বলা হয়েছে, এদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজ খুঁজে পেতে সাহায্য করার কথা।

এর আগে, গুজরাট হাইকোর্ট সদরপুর দাঙ্গা মামলায়  ১৪ জনকে খালাস করেছিল এবং ১৭ জনকে দোষী সাব্যস্ত করেছিল।

গোধরা পরবর্তী মোট ৯টি দাঙ্গার তদন্ত করেছিল বিশেষ তদন্তকারী দল। সদরপুর দাঙ্গা তার অন্যতম।

সবরমতী এক্সপ্রেস ট্রেন জ্বালানোর ঘটনার পরদিন সদরপুরের শেখ বাস এলাকায় একদল লোক জড়ো হয়ে ইব্রাহিম শেখের বাড়ি জ্বালিয়ে দেয়। এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মৃত ৩৩ জন।

gujarat
Advertisment