এবার কল্যাণী এইমসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
কল্যাণী এইমসে Senior Resident পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য, কীভাবে আবেদন? কারা যোগ্য?
বয়সসীমা ও বেতন:
কল্যাণী এইমসে এই পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা।
আরও চাকরির খবর- প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:
এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সংস্থার দেওয়া গুগল লিংকে গিয়ে আবেদন করতে হবে। ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হলে সংস্থার তরফেই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
লিংক
এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করতে পারেন- https://aiimskalyani.edu.in/recruitments/
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই আবেদন, কেন্দ্রের সংস্থায় ক্লার্ক-ড্রাইভার-সহ বিভিন্ন পদে নিয়োগ
ইন্টারভিউয়ের ঠিকানা:
Administrative Building, 1st floor, Committee Room of AIIMS, Kalyani, Pin- 741245
আবেদনের শেষ তারিখ:
কল্যাণী এইমসে এই চাকরির জন্য আগামী ১৩ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।