Hair fall Control: বর্ষাকালে অনেকেরই চুল ওঠার (Hair Loss) সমস্যা মারাত্মক আকার ধারণ করে। চিরুনি দিয়ে আঁচড়ালে কিংবা মাথায় একটু হাত চালালেই মুঠো মুঠো চুল ওঠে। তবে এবার আর সেই চিন্তা নেই। সহজ কয়েকটি টিপস মেনে চলুন। তাহলেই চিরতরে চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাবেন।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল ঝরতে থাকে। অনেকের মাথায় ঘাম হওয়ার কারণেও চুলের গোড়ায় ময়লা জমে চুল ঝরে যেতে পারে।
বর্ষায় কীভাবে চুল পড়া আটকাবেন?
বর্ষাকালে চুল পড়া কমাতে গেলে নিয়মিত মাথার স্কাল্প পরিষ্কার রাখুন। মাঝে মাঝে শ্যাম্পু করতে পারেন। সবসময় ঠান্ডা জল দিয়ে মাথার চুল ধোবেন। কখনই মাথায় গরম জল দেবেন না।
আরও পড়ুন- BSNL: ভাবতেই পারবেন না! মারকাটারি প্ল্যান BSNL-এর! এবার বছরভর নিখরচায় অফুরন্ত কথা
বর্ষাকালে নিয়মিত চুলে তেল মাখানো একান্তভাবে জরুরি। এতে চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া কমে।
বর্ষাকালে স্নানের পর চুল হাওয়ায় শুকিয়ে নেওয়া জরুরি। ভিজে চুলে কখনই আঁচড়াবেন না। বিজে চুলে আঁচড়ালে চুল পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আরও পড়ুন- Day and Colors: সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক শুভ? ঝটপট জেনে মানতে পারেন আজ থেকেই!
আরও পড়ুন- Electricity Bill: হঠাৎ বাড়ির বিদ্যুতের বিল বেশি এসেছে? দুচিন্তা ছাড়ুন! সহজ এই কাজেই পান মুক্তি
বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ার সমস্যা কমাতে রোজ পর্যাপ্ত পরিমাণে জল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাবেন। তবে এর সঙ্গে অবশ্যই প্রয়োজন চুলের যত্ন নেওয়া। বর্ষায় বিশেষ করে খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন মাথায় বসে না যায়। বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরে চুলে শ্যাম্পু করে নিন। তারপর হাওয়ায় চুল শুকিয়ে নিন।
আরও পড়ুন- Sleep Time: গুজবে কান নয়! কোন বয়সে কতক্ষণ ঘুম দরকার? সঠিক তথ্য জানুন