Advertisment

মুকুল-অর্জুনকে ধাক্কা দিয়ে ভাটপাড়া ‘পুনরুদ্ধার’, হাইকোর্টে বিজেপি

‘‘আমরা হাইকোর্টে গিয়েছি। দেখা যাক, হাইকোর্ট কী নির্দেশ দেয়, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
bhatpara municipality,ভাটপাড়া পুরসভা, bhatpara municipality news,ভাটপাড়া পুরসভার খবর, bhatpara ভাটপাড়া, bhatpara news, jyotipriyo mullick, জ্যোতিপ্রিয় মল্লিক, অর্জুন সিং, arjun singh, tmc, bjp, তৃণমূল, বিজেপি, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, mukul roy, মুকুল রায়, ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল

মমতা, মুকুল, অর্জুন।

নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি। ভাটপাড়ার দাপট কায়েম নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর নয়া মোড় নিল। অর্জুন গড়ে ‘হানা’ দিয়ে ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ করল মমতা বাহিনী। এদিন আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভা ‘পুনরুদ্ধার’ করেছে তৃণমূল। বেআইনিভাবে আস্থা ভোট করানোর অভিযোগ তুলে এদিন ভোটাভুটিতে অংশ নেয়নি বিজেপি। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পদ্মশিবির।

Advertisment

এ প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং বলেন, ‘‘তৃণমূল আইনের বিরুদ্ধে কথা বলছে। চেয়ারম্যান ২০ জানুয়ারি বৈঠক ডেকেছেন। সেটা না মেনে আজ বৈঠক ডাকতে পারে না। বনগাঁতেও এধরনের কাজ করেছিল ওরা। আদালত তা মানেনি। আমরা হাইকোর্টে গিয়েছি। দেখা যাক, হাইকোর্ট কী নির্দেশ দেয়, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেব’’। অন্যদিকে, হাইকোর্টে বিজেপির চ্যালেঞ্জ জানানো প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘এটা দুর্ভাগ্যের। গণতান্ত্রিক কাঠামোকে বিশ্বাস করতে হয়’’।

আরও পড়ুন: বঙ্গ বিজেপির সভাপতি পদে কি দিলীপ ঘোষ? মুখ খুললেন নিজেই

প্রসঙ্গত, অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদ থেকে অর্জুনকে সরাতে উঠেপড়ে লাগে তৃণমূল। গত বছরের ৮ এপ্রিল ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পুরপ্রধান পদ থেকে অর্জুন সিংকে অপসারিত করা হয়। সেদিন ২২-১১ ভোটে হেরে যান অর্জুন। এরপরই গত বছরের জুন মাসে ভাটপাড়া পুরসভা ফের ‘দখল’ করে বিজেপি। ভাটপাড়ার চেয়ারম্যান নির্বাচিত করা হয় অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উত্থানের পরপরই মুকুল রায়ের হাত ধরে একের পর এক পুরসভা ‘দখল’ করে বিজেপি। এরপরই দুর্গ বাঁচাতে হাতছাড়া পুরসভা পুনরুদ্ধারে নামে জোড়াফুল শিবির। বিজেপির হাতে চলে যাওয়া একের পর এক পুরসভা ‘পুনর্দখল’ করে তৃণমূল। সেই প্রচেষ্টায় ভাটপাড়া ‘পুনর্দখল’ করে ফের সফল হল মমতা বাহিনী।

tmc bjp
Advertisment