Advertisment

‘গণতন্ত্রকে গলা টিপে হত্যা’, নয়া সংসদ ভবন উদ্বোধন প্রসঙ্গে মোদীকে ঝাঁঝালো আক্রমণ

প্রধানমন্ত্রীর এমন আচরণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অপমানের সামিল।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi, Sanjay Raut, Parliament building, parliament inauguration, Shiv Sena, Mumbai news, Delhi news, Indian express"

বিরোধী দলগুলির বয়কটের মধ্যেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় মোদী সরকারকে একহাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি এদিন মোদীকে তুলোধোনা করে বলেন, “ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য খোদ রাষ্ট্রপতি, এটা ভারতের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক প্রবণতা”। উল্লেখ্য রাষ্ট্রপরিকে আমন্ত্রণ না জানানোয় কংগ্রেস, টিএমসি সহ ২১টি বিরোধী দল আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে।

Advertisment

এই বিষয়ে কংগ্রেস নেতা এবং আরও অনেক বিরোধী নেতা মনে করেন যে প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির উদ্বোধন করা উচিত। কংগ্রেস বলছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন শুধুমাত্র রাষ্ট্রপতিরই করা উচিত। মুর্মুর নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক মর্যাদার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক। একই সুরে মোদীকে ঝাঁঝালো আক্রমণ করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ আসনকে ‘অপমান’করেছেন। নয়া সংসদ ভবন উদ্বোধনে ‘রাষ্ট্রপতি কোন আমন্ত্রণ পাননি এবং বিরোধী দলের প্রতিও কোন সম্মান দেখানো হয়নি... প্রধানমন্ত্রী তাঁর ঔদ্ধত্য ও দাম্ভিকতা প্রদর্শন করছেন। এমন আচরণ করে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ পদকে অপমান করছেন’।

রাউত এদিন আরও বলেন, ‘মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন "গণতান্ত্রিক নিয়মনীতি ও মূল্যবোধের বিরুদ্ধে"। প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপকে “আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করে শিবসেনা নেতা বলেন, ‘দেশ গণতন্ত্র রক্ষার জন্য প্রতিদিন লড়াইয়ের সাক্ষী হতে হচ্ছে ভারতবর্ষকে। ঐতিহ্য অনুযায়ী, দেশের রাষ্ট্রপতির নতুন ভবন উদ্বোধন করার কথা থাকলেও তিনি আমন্ত্রণ পর্যন্ত পাননি এটা লজ্জার’। এই দাবিটি প্রথমে করেন রাহুল গান্ধী। সমস্ত বিরোধী দল তাঁর দাবিকে সমর্থন করেছে।

modi
Advertisment