Advertisment

মোদী 'টার্মিনেটর'! বিরোধীদের মহাবৈঠকের আগে বিরাট বার্তা বিজেপির

বহু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjees sharp attack on the central government

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠকের আগে বিজেপি বুধবার বিরোধীদের নিশানা করল। গেরুয়া শিবিরের দাবি, আগামী বছরের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করার ব্যাপারে বিরোধীদের উচ্চাকাঙ্ক্ষা 'স্বপ্ন থেকে যাবে।' X-বার্তায় বিজেপি বলেছে, 'বিরোধীরা মনে করে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করা যেতে পারে। স্বপ্ন! টার্মিনেটর সবসময় জয়ী হয়।' একথা বলার পাশাপাশি বার্তায় মোদীকে 'দ্য টার্মিনেটর' বলে অভিহিত করে একটি ছবিও ট্যাগ করা হয়েছে। এই নিয়ে যখন শাসক আর বিরোধী শিবিরে চাপানউতোর তুঙ্গে, সেই সময় বিরোধীদের বৈঠকে যোগ দিয়ে মু্ম্বইয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisment

শাসক দলের 'টার্মিনেটর' দাবিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যেসব রাজ্যে বিরোধী জোটের দুই বা ততোধিক দল রয়েছে সেখানে আসন ভাগাভাগির সমস্যাগুলো সমাধানের জন্য আঞ্চলিক বা রাজ্যভিত্তিক গোষ্ঠী গঠনের প্রস্তাব এই বৈঠকে তাই দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 'ইন্ডিয়া' জোটের লোগো প্রকাশ, একটি সমন্বয় কমিটি গঠন, আহ্বায়ক নিয়োগ, সাধারণ নির্বাচনের জন্য ভারতের নির্বাচনী এলাকার মধ্যে সম্ভাব্য আসন ভাগাভাগির সূত্রের ওপর আলোচনা, সাধারণ নির্বাচনের কৌশল এবং আরও বেশ কিছু বিষয়সূচি রয়েছে যা এই বৈঠকে আলোচিত হবে।

আরও পড়ুন- আজ রাতেই দশকের সেরা প্রাপ্তি! সাক্ষী থাকতে মহাকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ

জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক হয়েছিল, যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ক্ষমতাসীন এনডিএর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি জোট– ভারতীয় জাতীয় উন্নয়নমূলক অন্তর্ভুক্তিমূলক জোট বা 'ইন্ডিয়া' গঠিত হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গঠনের জন্য বিরোধী দলগুলির প্রথম বৈঠকটি তার আগে জুন মাসে পাটনায় হয়েছিল।

Opposition Meeting bjp tmc
Advertisment