Advertisment

'সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন', দাদার সেকেন্ড ইনিংসের ইঙ্গিত ডোনার

গতকাল সন্ধেয় সৌরভের বাড়িতে নৈশভোজ সেরছেন অমিত শাহ। তার পরের দিনই ফিরহাদের সঙ্গে এক মঞ্চে দাদা-ডোনা।

author-image
IE Bangla Web Desk
New Update
If sourav ganguly is come in politics he will be capable to do good work for people, says dona ganguly

একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একমঞ্চে ফিরহাদ হাকিম ও সৌরভ গঙ্গোপাধ্যায়, রয়েছেন মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।

এবার কি রাজনীতির ময়দানে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জল্পনা উস্কে দিলেন খোদ সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। 'সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন', জল্পনা কয়েক গুণ বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনা গঙ্গোপাধ্যায়ের।

Advertisment

গতকালই সৌরভের বেহালার বাড়িতে বসেছিল শাহী-ভোজের আসর। দাদার বাড়িতে আমন্ত্রিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মহারাজের বাড়িতে শাহী নৈশভোজ খেয়েছেন অমিত শাহ। ডিনার টেবিলে সৌরভ গাঙ্গুলির পাশে বসেই খেয়েছেন শাহ। অমিত শাহকে নিজের হাতে পরিবেশন করেছেন সৌরভ-জায়া ডোনা। গতকাল সন্ধেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে সোজা বেহালার বীরেন রায় রোডে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে পৌঁছে যান শাহ।

publive-image
হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিকে, দাদার বাড়িতে অমিত শাহ যাওয়ার ঠিক পরের দিনেই ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল ফিরহাদ হাকিম-সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। অনুষ্ঠান শেষে বেরনোর সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার। তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কী শীঘ্রই রাজনীতির ময়দান কাঁপাতে দেখা যাবে দাদাকে?

publive-image
ফিতে কেটে হাসপাতালের উদ্বোধনে সৌরভ-ফিরহাদ।

আরও পড়ুন- অমিত শাহের অনুষ্ঠানে নৃত্যশিল্পী সৌরভের স্ত্রী ডোনা! শাহী সমীকরণে জল্পনা তুঙ্গে

কী বললেন ডোনা? এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বললেন, ''সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন। মানুষের জন্য কাজ করবেন। তবে সৌরভ রাজনীতিতে আসবে কিনা জানি না।'' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও 'কাছের মানুষ' বলে মনে করেন ডোনা। গত সন্ধেয় অমিত শাহের সঙ্গে সৌরভের রাজনীতি নিয়ে কোনও আলেচনা হয়েছিল? এপ্রসঙ্গে ডোনার দাবি, ''গতকাল রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।''

tmc bjp Sourav Ganguly kolkata news amit shah Firhad Hakim Politics dona ganguly
Advertisment