Advertisment

G20 নৈশভোজে ব্রাত্য খাড়গে, চাঁচাছোলা আক্রমণ কংগ্রেসের

কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদল নেতা মল্লিকার্জুন খাড়গেকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Not invited to G20 dinner, Mallikarjun Kharge says ‘Shouldn’t have done politics

কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদল নেতা মল্লিকার্জুন খাড়গেকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে G20 নৈশভোজে অংশ নেবেন দেশ-বিদেশের হেভিওয়েট নেতারা। কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদল নেতা মল্লিকার্জুন খাড়গেকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। এর পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে কংগ্রেস। শুক্রবার কংগ্রেস বলেছে যে কংগ্রেস সভাপতিকে G20 নৈশভোজে আমন্ত্রণ না করা গণতন্ত্রের উপর আক্রমণ এবং ক্ষমতাসীন সরকারের চিন্তাভাবনার প্রতিফলন।

Advertisment

নৈশভোজে খার্গকে আমন্ত্রণ জানানো না হওয়ার বিষয়ে কংগ্রেস এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ব্রাসেলসে উপস্থিত দলের নেতা রাহুল গান্ধী বলেছেন যে এই পদক্ষেপ সরকারের মানসিকতার প্রতিফলন। একই সময়ে, প্রবীণ কংগ্রেস নেতা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন যে যেহেতু বিরোধীরা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বিরোধী দলের নেতাকে আমন্ত্রণ না করা গণতন্ত্রের উপর আক্রমণ।

সূত্রের খবর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহিন সিং, দেবগৌড়া এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। খড়গেকে আমন্ত্রিত তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল এটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে নীরবতা ভাঙলেন খড়গে। ক্ষমতাসীন বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, "এটা নিয়ে রাজনীতি করা উচিত ছিল না।"

যদিও শনিবারের নৈশভোজে খড়গে এবং অন্যান্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি, তবে বিরোধী দল শাসিত রাজ্যগুলি সহ কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা আমন্ত্রণ পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই নৈশভোজে অংশ নিতে দিল্লি পৌঁছেছেন।

Mallikarjun Kharge G-20 Summit
Advertisment